ক্যারিয়ারের প্রথম লাল কার্ডে ২ ম্যাচ নিষিদ্ধ নয়্যার
৬ ডিসেম্বর ২০২৪ ১৪:৫১
২০ বছরের দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবারের মতো লাল কার্ড দেখছিলেন তিনি। জার্মান কাপে বেয়ার লেভারকুসেনের বিপক্ষে লাল কার্ড দেখা বায়ার্ন মিউনিখ কিপার ম্যানুয়েল নয়্যার এবার শুনলেন আরেকটি দুঃসংবাদ। অপেশাদার আচরণের জন্য পরবর্তী দুই জার্মান কাপের ম্যাচে নিষিদ্ধ করা হয়েছে নয়্যারকে।
লেভারকুসেনের বিপক্ষে জার্মান লিগ কাপের ১৭ মিনিটের মাথায় ফ্রিমপংকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন নয়্যার। নিজের দীর্ঘ ক্যারিয়ারে আগে কখনোই লাল কার্ড না দেখা নয়্যার তাই ব্যাপারটা মানতেই পারছিলেন না। রেফারির সাথে বেশ কিছুক্ষণ তর্কও হয়েছে তার। শেষ পর্যন্ত একরাশ হতাশা নিয়েই মাঠ ছাড়েন তিনি। শেষে গিয়ে ওই ম্যাচে হেরে কাপ থেকে বিদায়ও নিয়েছে বায়ার্ন।
লাল কার্ডের সাথে এবার নয়্যারকে পেতে হচ্ছে নিষেধাজ্ঞাও। জার্মান লিগ কর্তৃপক্ষ বলছে, অখেলোয়াড়সুলভ আচরণের অভিযোগে তাকে পরবর্তী দুই জার্মান কাপের ম্যাচ থেকে নিষিদ্ধ করা হয়েছে। বায়ার্ন টুর্নামেন্ট থেকে বাদ পড়ায় আগামী মৌসুমের প্রথম দুই ম্যাচে মাঠে নামতে পারবেন না নয়্যার।
তবে আগামী মৌসুমে বায়ার্নের সাথে চুক্তি বাড়াবেন কিনা নয়্যার, সেটাই এখন বড় প্রশ্ন। চুক্তি না বাড়ালে এই নিষেধাজ্ঞা শেষ পর্যন্ত কার্যকরই হবে না!
সারাবাংলা/এফএম