Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ পরিবারের সম্পত্তি বাজেয়াপ্তের দাবিতে খুলনায় বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ডিসেম্বর ২০২৪ ০০:৫০ | আপডেট: ৬ ডিসেম্বর ২০২৪ ০২:৫২

শেখ পরিবারের সম্পদ বাজেয়াপ্ত করার দাবিতে বৃহস্পতিবার খুলনায় বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ছবি: সারাবাংলা

খুলনা: শেখ পরিবার ও তাদের দোসরদের সব ‘অবৈধ’ সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবিতে খুলনায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে মহানগরীর শিববাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ বক্তরা বলেন, টেন্ডারবাজি, চাঁদাবাজি, মাদক, সন্ত্রাস, খুনসহ এ শহরের এমন কোনো অপকর্ম নাই যা শেখ বাড়ি থেকে নিয়ন্ত্রণ করা হতো না। শুধু তাই নয়, শহরের মানুষের রক্ত চুষে শেখ পরিবারের সদস্যরা এ শহরে সম্পদের পাহাড় গড়েছে। এদের সব অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন সাজ্জাদুল ইসলাম বাপ্পি, রাফসান, মহারম হোসেন মাহিম, সাদনাম রাতুল, নাজমুল হোসেন ইমরান, রুমি রহমান, শাম্মী, ইমতিয়াজ, ইসরাত তিশাসহ অন্যরা।

সারাবাংলা/টিআর

খুলনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শেখ পরিবার সম্পদ বাজেয়াপ্ত

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর