Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংবাদ সম্মেলনে অভিযোগ
টিসিবির কার্ড তুলে নিচ্ছে বিএনপি-জামায়াতের নেতারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২৪ ২২:৪২ | আপডেট: ৬ ডিসেম্বর ২০২৪ ০৩:৫১

টিসিবির পণ্যভোগীদের সংবাদ সম্মেলন

রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) তিন নম্বর ওয়ার্ডে বিএনপি ও জামায়াতে ইসলামীর স্থানীয় নেতারা বাড়ি বাড়ি লোক পাঠিয়ে টিসিবির কার্ড তুলে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। সেখানকার টিসিবির পণ্যভোগীরা সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ তুলেছেন।

বুধবার (৫ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের রাজশাহী জেলা শাখার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ তোলেন।

জামায়াত অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিলেও বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, কার্ড তুলে নেওয়া হচ্ছে না। হালনাগাদ করার ব্যাপারে তারা কাজ করছেন। আর এর সঙ্গে জামায়াতও রয়েছে। বিএনপির দাবি, ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আওয়ামী লীগ নেতা। তাই কার্ড দেওয়ার সময় তিনি দলীয়করণ করেছিলেন। এখন তালিকা সংশোধন হওয়া প্রয়োজন।

এই ওয়ার্ডে টিসিবি কার্ডের সুবিধাভোগী ২ হাজার ৫৩৩ জন। তবে সংবাদ সম্মেলনে এসেছিলেন ১৫ জনের মতো নারী। লিখিত বক্তব্য পড়ে শোনান ফাতেমা বেগম নামের এক নারী। তিনি বলেন, ‘তিন বছর ধরে আমরা প্রতিমাসে একবার সয়াবিন তেল, মশুর ডাল ও চাল টিসিবি কার্ডের মাধ্যমে পেয়ে আসছি। গত নভেম্বরে মাসে আমরা টিসিবি কার্ড নিয়ে বরাদ্দকৃত মালামাল নেওয়ার সময় স্থানীয় বিএনপি নেতারা আমাদের বলেন যে, এই কার্ড বাতিল করা হয়েছে।’

লিখিত বক্তব্যে বলা হয়, “তারপর মহানগর বিএনপি সদস্য তাজউদ্দীন সেন্টু, ৩ নম্বর ওয়ার্ডের জামায়াতের আমির মনিরুজ্জামান এবং ওয়ার্ডের বিএনপি নেতারা আমাদের এলাকার বাড়ি বাড়ি গিয়ে কার্ড চাচ্ছেন। আমরা আমাদের কার্ড দিইনি, আমরা ওয়ার্ড সচিবের সঙ্গে যোগাযোগ করলে জানতে পারি, তাকে বদলি করা হয়েছে। তাজউদ্দীন সেন্টু কাউন্সিলর অফিসের সামনে বলেছেন যে, ‘আমরা বিএনপি-জামায়াত ইসলাম সমন্বয় করে কমিটি করেছি, অতীতের সব কার্ড বাতিল।’ আমাদের প্রশ্ন, কার্ড এভাবে বাতিল করা যায় কি না?”

বিজ্ঞাপন

এই নারীরা বলেন, তারা দরিদ্র বলেই কার্ড পেয়েছিলেন। এখন অতীতে পেয়েছিলেন বলে তাদের বাদ দেওয়া হবে। এতে তারা ক্ষতিগ্রস্ত হবেন। তাদের দাবি, কার্ড যেন বাতিল করা না হয়। তারা জানান, কয়েকদিন আগে বিএনপি-জামায়াতের নেতারা রাসিকের ওয়ার্ড কার্যালয়ে যান এবং কার্ড বাতিলের চাপ দেন। অনিয়মতান্ত্রিকভাবে কার্ড বাতিল করতে রাজি না হওয়ায় তারা ওয়ার্ড কার্যালয়ের সচিব আহাদ আলীর বিরুদ্ধে অভিযোগ করেন। পরে তাকে বদলি করা হয়েছে।

এদিকে, ওয়ার্ড সচিব আহাদ আলী জানান, নগর ভবন তাকে বদলি করেছে। বৃহস্পতিবার তিনি নতুন কার্যালয়ে যোগ দিয়েছেন। তিনি বলেন, ‘৩ নম্বর ওয়ার্ডে থাকার সময় কিছু লোক আমার কাছে আসেন এবং কার্ড বাতিলের চাপ দেন। আমি তাদের বলি, এভাবে আমি কার্ড বাতিল করতে পারি না। তারা যেন নগর ভবনে যান। তারপর কী হয়েছে বলতে পারব না।’

ওয়ার্ড জামায়াতের আমির মো. মনিরুজ্জামান বলেন, ‘বিএনপির লোকজন তালিকা হালনাগাদ করছেন বলে জানি। একটা কমিটিও হয়েছে। কিন্তু আমরা (জামায়াত) এগুলোর সঙ্গে সম্পৃক্ত নই। কেউ যদি এ ধরনের কথা বলে থাকে তাহলে সেটা অমূলক।’

কিন্তু বিএনপি নেতা তাজউদ্দীন সেন্টু বলেন, ‘আওয়ামী লীগ নেতা কামাল হোসেন কাউন্সিলর থাকাকালে টিসিবির কার্ড দলীয়করণ করেছিলেন। এখন যেহেতু আওয়ামী লীগ নেই, আমরা তালিকা হালনাগাদের উদ্যোগ নিয়েছি। বিএনপি-জামায়াত সবাই মিলেই কাজটা করছি। তবে আমরা কারও বাড়ি থেকে টিসিবির কার্ড কেড়ে আনছি না। কার্ড কেড়ে এনে তো লাভ নেই। এসব কার্ড এমনিতেই বাতিল হয়ে যাবে। আমরা শুধু বাড়ি বাড়ি তথ্য নিচ্ছি।’

তিনি জানান, টিসিবির কার্ড বাতিলের দাবি নিয়ে তারা রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দীনের কাছে যান। তখন প্রধান নির্বাহী কর্মকর্তা তাকে আহ্বায়ক কমিটি করে একটি চিঠি দিয়েছেন। কমিটিতে জামায়াতেরও লোক আছেন। মোট ছয় সদস্যের এই কমিটি এখন কার্ড হালনাগাদ করার কাজ করছে। তাদের কাজ এখনও শেষ হয়নি।

বিজ্ঞাপন

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দীন কোনো কমিটি করে দেওয়ার কথা অস্বীকার করে বলেন, ‘আমি কোন কমিটি করলে সিটি করপোরেশনের লোক দিয়ে করতে পারি, অন্য কাউকে দিয়ে তো কমিটি করতে পারি না। কার্ড হালনাগাদ করতে হলে সেটা সিটি করপোরেশনই করবে। অন্য কেউ তো এটা করতে পারবে না।’

সারাবাংলা/পিটিএম

কার্ড জামায়াত টিসিবি নেতা বিএনপি রাসিক

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর