Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেয়ার কারসাজি
হিরু ও পরিবারের সদস্যদের ১৩৪ কোটি টাকা জরিমানা

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২৪ ২২:২২ | আপডেট: ৬ ডিসেম্বর ২০২৪ ১১:৫৯

আবুল খায়ের হিরু। ছবি: সংগৃহীত

ঢাকা: তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানির নিয়ে শেয়ার কারসাজির অভিযোগে আলোচিত বিনিয়োগকারী আবুল খায়ের হিরু, তার মা-বাবা, ভাই-বোন, স্ত্রী ও শ্যালকসহ পরিবারের সদস্যদের ১৩৪ কোটি টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ফরচুন শুজ, ডেলটা লাইফ ইনস্যুরেন্স, এনআরবি কমার্শিয়াল ব্যাংক ও সোনালী পেপারের শেয়ার নিয়ে কারসাজির প্রমাণ মিলেছে তাদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক রেজাউল করিমের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

জানা গেছে, হিরু, তার স্ত্রী কাজী সাদিয়া হাসান, বাবা আবুল কালাম মাতবর, মা আলেয়া বেগম, বোন কনিকা আফরোজ, ভাই মোহাম্মদ বাসার ও সাজিদ মাতবর, স্ত্রী সাদিয়া হাসানের ভাই কাজী ফুয়াদ হাসান ও কাজী ফরিদ হাসান এবং হিরুর প্রতিষ্ঠান ডিআইটি কো-অপারেটিভ ও মোনার্ক হোল্ডিংকে মোট ১৩৪ কোটি ৫৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিএসইসি থেকে জানানো হয়েছে, ফরচুন শুজের শেয়ার নিয়ে কারসাজি করায় আবুল খায়ের ওরফে হিরুকে ১১ কোটি টাকা জরিমান করা হয়েছে। এ ছাড়া হিরুর বাবা আবুল কালাম মাতবরকে সাত কোটি ২০ লাখ টাকা, ডিআইটি কো-অপারেটিভকে ১৫ কোটি টাকা, হিরুর স্ত্রী কাজী সাদিয়া হাসানকে ২৫ কোটি টাকা, বোন কনিকা আফরোজকে ১৯ কোটি টাকা এবং ভাই সাজিদ মাতবরকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ডেলটা লাইফ ইনস্যুরেন্সের শেয়ার নিয়ে কারসাজি করায় হিরুকে ১৯ কোটি ১৫ লাখ টাকা, সাজিদ মাতবরকে এক কোটি ৬০ লাখ টাকা, মোহাম্মদ বাসারকে এক কোটি ১৫ লাখ টাকা, কনিকা আফরোজকে দুই কোটি ৯০ লাখ টাকা, কাজী সাদিয়া হাসানকে এক কোটি ৯০ লাখ টাকা, কাজী ফুয়াদ হাসানকে ১ লাখ টাকা, ডিআইটি কো-অপারেটিভকে ৮৪ লাখ টাকা এবং আবুল কালাম মাতবরকে ২২ কোটি ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

এনআরবি কমার্শিয়াল ব্যাংকের শেয়ার নিয়ে কারসাজি করায় হিরুকে দুই কোটি ৩০ লাখ টাকা, আবুল কালাম মাতবরকে চার কোটি ১৫ লাখ টাকা, কাজী সাদিয়া হাসানকে ১১ লাখ টাকা, কনিকা আফরোজকে এক লাখ টাকা, ডিআইটি কো-অপারেটিভকে ১২ লাখ টাকা, আলেয়া বেগমকে এক লাখ টাকা, মোহাম্মদ বাসারকে এক লাখ টাকা, মোনার্ক হোল্ডিংকে এক লাখ টাকা এবং সাজিদ মাতবরকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে সোনালী পেপারের শেয়ার নিয়ে কারসাজি করায় হিরুকে এক লাখ টাকা, আবুল কালাম মতবরকে এক লাখ টাকা, কাজী সাদিয়া হাসানকে দুই লাখ টাকা, কনিকা আফরোজকে এক লাখ টাকা, কাজী ফরিদ হাসানকে ৩৫ লাখ টাকাএবং কাজী ফুয়াদ হাসানকে ৩৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সারাবাংলা/জিএস/টিআর

আবুল খায়ের হিরু বিএসইসি শেয়ার কারসাজি

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর