২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৭০, মৃত্যু আরও ৫ জনের
৫ ডিসেম্বর ২০২৪ ১৯:৫০ | আপডেট: ৫ ডিসেম্বর ২০২৪ ২১:৫৭
ঢাকা: সারা দেশে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত ৫৭০ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আরও পাঁচজন।
এ নিয়ে দেশে চলতি বছরের ৫ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৯৪ হাজার ৮৮৪ জন। এর মাঝে ৯২ হাজার এক জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। আর ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫১৪ জন।
বুধবার (৪ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টা সময়ের এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম।
এতে বলা হয়, বিগত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মাঝে পুরুষ ৩৫০ জন ও নারী ২২০ জন।
স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে তিনজন মারা গেছেন। ঢাকা বিভাগীয় এলাকায় (মহানগরীর বাইরে) দুইজন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ৫ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তদের মাঝে ৬৩ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৮ শতাংশ নারী রয়েছেন। চলতি বছর এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৪৭৫ জন। এর মাঝে ৫১ দশমিক ৫ শতাংশ নারী ও ৪৮ দশমিক ৬ শতাংশ পুরুষ।
প্রতিষ্ঠানটি জানায়, বিগত ২৪ ঘণ্টায় ঢাকার দুই সিটি করপোরেশনের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২০৮ জন নতুনভাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় বিগত ২৪ ঘণ্টায় ১২৭ জন রোগী নতুনভাবে হাসপাতালে ভর্তি হয়েছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে।
বিগত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে ১৭ জন, চট্টগ্রাম বিভাগে ৪৭ জন, খুলনা বিভাগে ৬৪ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজশাহী বিভাগে ৫০ জন, রংপুর বিভাগে একজন, বরিশাল বিভাগে ৫৪ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিগত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন। সিলেট বিভাগে বিগত ২৪ ঘণ্টায় দুই জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে দুই হাজার ৩৬৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সারাবাংলা/এসবি/এইচআই