Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গরুর মাংস নিষিদ্ধ করছে আসাম

আন্তর্জাতিক ডেস্ক
৫ ডিসেম্বর ২০২৪ ১৯:১৩ | আপডেট: ৫ ডিসেম্বর ২০২৪ ২০:৫৭

ছবি: সংগৃহীত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে রেস্তোরাঁ, অনুষ্ঠানসহ উন্মুক্ত স্থানে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ করছে। বুধবার (৪ ডিসেম্বর) আসামের রাজ্য সরকারের মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে গরুর মাংস খাওয়ার আইন সম্প্রসারণ করে নতুন বিধি অন্তর্ভুক্ত করা হয়।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, আসাম গো-রক্ষা আইন ২০২১ অনুযায়ী, যেসব এলাকায় হিন্দু, জৈন এবং শিখ জনগণের সংখ্যা বেশি এবং মন্দির বা সাতরা (বৈষ্ণব মঠ) থেকে পাঁচ কিলোমিটার এলাকার মধ্যে গরু হত্যা বা গরুর মাংসের বিক্রি নিষিদ্ধ। এই আইন ভঙ্গ করলে তিন থেকে আট বছরের কারাদণ্ড এবং তিন লাখ থেকে পাঁচ লাখ রুপি জরিমানা হতে পারে।

বিজ্ঞাপন

এবার সেই আইন সম্প্রসারণ করে রেস্তোরাঁ, অনুষ্ঠানসহ উন্মুক্ত স্থানে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ করা হয়েছে।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সভাপতিত্বে হয়েছে বৈঠক। এ বিষয়ক প্রস্তাব উত্থাপনের পর মুখ্যমন্ত্রী নিজে দৃঢ়ভাবে তাতে সমর্থন দিয়েছেন বলে জানা গেছে।

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, ‘আমরা আগে গরু রক্ষার জন্য একটি বিল প্রবর্তন করেছিলাম এবং তাতে সফল হয়েছি। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি, রাজ্যের কোনো হোটেল বা রেস্তোরাঁয় গরুর মাংস পরিবেশন করা হবে না এবং এটি কোনো জনসভা বা উন্মুক্ত স্থানে খাওয়ানো যাবে না।’

তিনি আরও বলেন, ‘আগের আইনের সাথে নতুন নিষেধাজ্ঞা যুক্ত করা হবে।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) শাসিত বেশ কয়েকটি রাজ্য সাম্প্রতিক সময়ে গরু হত্যা কঠোরভাবে দমন করেছে। ভারতের ২৮টি রাজ্যের প্রায় দুই-তৃতীয়াংশ রাজ্য বিজেপির দখলে। যার বেশিরভাগ রাজ্যেই গবাদি পশু জবাই এবং গরুর মাংস খাওয়াকে আংশিক বা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে।

বিজ্ঞাপন

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস অভিযোগ তুলেছিল হিমন্ত বিশ্বশর্মা উপনির্বাচনে জয় পাওয়ার জন্য গরুর মাংসকে ব্যবহার করেছে। তবে অভিযোগটি বিজেপি অস্বীকার করেছে।

এদিকে, অন্যান্য রাজনৈতিক দলগুলি এই নিষেধাজ্ঞার সমালোচনা করে বলছে, বিজিপি মানুষের খাওয়ার অধিকারে হস্তক্ষেপ করেছে।

অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের সদস্য হাফিজ রফিকুল ইসলাম বলেন, ‘তারা যদি গোয়া বা অন্যান্য উত্তর-পূর্ব রাজ্যে গরুর মাংস নিষিদ্ধ করতে না পারে, তাহলে আসামে কেন?’

উল্লেখ্য, বিজেপি শাসিত গোয়া এবং অরুণাচল প্রদেশসহ কয়েকটি রাজ্যে গরুর মাংস বিক্রি ও খাওয়া বৈধ।

সারাবাংলা/এইচআই

গরু মাংস ভারত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর