Wednesday 12 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ চলছে

সারাবাংলা ডেস্ক
৫ ডিসেম্বর ২০২৪ ১৮:১৫ | আপডেট: ৫ ডিসেম্বর ২০২৪ ১৮:১৭

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

ঢাকা: জাতীয় ঐক্য গঠনে ফরেন সার্ভিস একাডেমিতে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সংলাপ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় এ বৈঠক শুরু হয়। এদিন প্রধান উপদেষ্টা বিকেল ৪টা ২২ মিনিটে সংলাপস্থলে আসেন। এর আগে, সংলাপে যোগ দিতে অনুষ্ঠানস্থলে পৌঁছেন বিভিন্ন ধর্মের নেতারা।

প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ‘দেশের চলমান বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপ করছেন।’

এর আগে, বুধবার (৪ ডিসেম্বর) অধ্যাপক ইউনূস প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে সংলাপ করেন। বৈঠকে তিনি ঘোষণা দেন, কেউই ৫ আগস্টের পর থেকে গড়ে ওঠা সংহতিকে ক্ষুণ্ন করতে বা জাতিকে তার স্বাধীনতা থেকে বঞ্চিত করতে পারবে না।

আর মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

 

সারাবাংলা/পিটিএম

ড. মুহাম্মদ ইউনূস ধর্মীয় নেতা সংলাপ চলছে