Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশ সংস্কার কমিশনে বিএনপির প্রতিবেদন হস্তান্তর

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২৪ ১৭:১৯ | আপডেট: ৫ ডিসেম্বর ২০২৪ ১৯:২১

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি

ঢাকা: পুলিশ প্রশাসন সংস্কার কমিশনে নিজেদের সংস্কার প্রতিবেদন হস্তান্তর করেছে বিএনপি। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউশনে কমিশনের অফিসে গিয়ে দলের প্রতিবেদন জমা দিয়েছেন বিএনপি গঠিত এ সংক্রান্ত কমিটির সদস্য এসএম জহিরুল ইসলাম।

রাষ্ট্র মেরামতে একটি পূর্ণাঙ্গ যুগোপযোগী সংস্কার প্রস্তাব তৈরি করতে ছয়টি শক্তিশালী কমিটি গঠন করেছে বিএনপি। সংবিধান, নির্বাচন কমিশন ব্যবস্থা, পুলিশ, জনপ্রশাসন, বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশন সংস্কারের প্রস্তাব তৈরি করতে এই ছয় কমিটি গঠন করা হয়।

বিজ্ঞাপন

সংবিধান সংস্কার কমিটির আহ্বায়ক করা হয়েছে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে। এই কমিটিতে সদস্য রাখা হয়েছে ছয় জন।

নির্বাচন কমিশন ব্যবস্থা সংস্কারের আহ্বায়ক করা হয়েছে স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানকে। সদস্য রাখা হয়েছে চার জন। পুলিশ সংস্কার কমিটির আহ্বায়ক করা হয়েছে স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজউদ্দিন আহমদকে। সদস্য রাখা হয়েছে চার জন।

জনপ্রশাসন সংস্কার কমিটিতে আহ্বায়ক করা হয়েছে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে। সদস্য করা হয়েছে দুই জন। বিচারবিভাগ সংস্কার কমিটির আহ্বায়ক করা হয়েছে স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারকে। সদস্য রাখা হয়েছে ছয় জন।

এসব কমিটি অন্তরবর্তী সরকারের সংস্কার কমিশনে দলীয় প্রস্তাবনা জমা দেবে। এরই অংশ হিসেবে পুলিশ সংস্কার কমিশনে নিজেদের প্রস্তাব জমা দিল বিএনপি।

এর আগে, সংবিধান সংস্কার কমিশনে নিজেদের প্রস্তাব জমা দেয় বিএনপি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/ইআ

পুলিশ সংস্কার কমিশন বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর