Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় শিক্ষার্থী-শ্রমিক সংঘর্ষের ঘটনায় আটক ২

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৫ ডিসেম্বর ২০২৪ ১৭:০৭

খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধর করায় শিক্ষার্থীরা ছুটে এলে তাদের ওপর হামলা চালান বাস শ্রমিকেরা

খুলনা: বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বাস শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় রাজীব পরিবহনের ম্যানেজারসহ ২ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক হওয়া ব্যক্তিরা হলেন, রাজীব পরিবহনের ম্যানেজার ইমরান হোসেন ও এম জামান পরিবহনের চালক মো. আল আমীন।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, বুধবার গোপালগঞ্জ থেকে বাসে আসার সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধর করে রাজীব পরিবহনের হেলপার ও সুপারভাইজার। এই সংবাদ শুনে বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরা ছুটে এলে তাদের ওপরও হামলা চালান বাস শ্রমিকেরা।

সারাবাংলা/এসডব্লিউ

আটক খুলনা শিক্ষার্থী-শ্রমিক সংঘর্ষ