Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের সংবাদমাধ্যমকে স্বরাষ্ট্র উপদেষ্টা
ভারতীয় গণমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও সত্য প্রকাশ করবেন

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২৪ ১৫:০০ | আপডেট: ৫ ডিসেম্বর ২০২৪ ১৫:৫৭

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

ঢাকা: বাংলাদেশের সার্বভৌমত্ব কোনো ধরনের হুমকির মধ্যে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে ভারতীয় গণমাধ্যমগুলোতে বাংলাদেশকে নিয়ে অপপ্রচার চলছে জানিয়ে দেশীয় গণমাধ্যমগুলোকে এর প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছেন তিনি।

উপদেষ্টা বলেন, ভারত ইস্যুতে কোনো উদ্বেগজনক আশঙ্কা নেই। তবে তারা যা করছে (ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার), আপনারা এর প্রতিবাদ করবেন এবং সত্য ঘটনা প্রকাশ করবেন। সেই সময় ওদের মুখে চুলকানি পড়বে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে রাজধানীর পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে ‘আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস ২০২৪’ উপলক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের এসব কথা বলেন।

সীমান্ত নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সীমান্তে উত্তেজনা নেই। সীমান্ত অন্যান্য সময়ের মতো স্বাভাবিক অবস্থায় আছে। তবে ভারতীয় মিডিয়া বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে৷ একটি দেশ অন্য একটি দেশ নিয়ে কতটা নগ্ন ও মিথ্যা তথ্য প্রচার করতে পারে, ভারতীয় মিডিয়া এর উদাহরণ। আমরা যারা এই দেশে আছি, সবাই একসঙ্গে এর প্রতিবাদ করব।

রাজনৈতিক দলগুলো জাতীয় ঐকের ডাক দিয়েছে। এর কোনো প্রভাব পড়বে কি না— জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমরা যখন সবাই একসঙ্গে হব, তখন অবশ্যই ইতিবাচক প্রভাব হবে। আমরা সবাই একসঙ্গে কাজ করব, একসঙ্গে প্রতিবাদ করতে পারব। এটা খুবই ভালো দিক।

বিধানসভায় দাঁড়িয়ে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন চলছে অভিযোগ তুলে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের কথা বলেছিলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর জবাবে উপদেষ্টা বলেন, উনি মনে হয় ভুল করে বাংলাদেশের নাম বলে ফেলেছেন। আমার তো মনে হয় উনার দেশে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্য মোতায়েন করা প্রয়োজন। কেননা আপনারা দেখেছেন, সেখানে সংখ্যালঘুদের (মুসলমানদের) কীভাবে নির্যাতন করা হচ্ছে।

বিজ্ঞাপন

এর আগে, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সারা দেশে ৬২ হাজার স্বেচ্ছাসেবী তৈরির লক্ষ্যে কাজ করছে। এরই মধ্যে ৫৫ হাজারের বেশি স্বেচ্ছাসেবীর প্রশিক্ষণ শেষ করেছে।

স্বেচ্ছাসেবীদের গুরুত্ব তুলে ধরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের পক্ষে এককভাবে বন্যা, ভূমিকম্প ইত্যাদি দুর্যোগ মোকাবিলা করা দুরূহ। এ ক্ষেত্রে স্বেচ্ছাসেবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে তাদের উপযুক্ত করে গড়ে তুলতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। বিশেষ করে ভূমিকম্পের মতো ভয়াবহ দুর্যোগ মোকাবিলায় সব স্তরে স্বেচ্ছাসেবক ও তাদের প্রয়োজনীয় প্রস্তুতি ও প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

সারাবাংলা/টিআর

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর