Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লা লিগা
রিয়ালকে স্তব্দ করে অ্যাটলেটিক ক্লাবের জয়

স্পোর্টস ডেস্ক
৫ ডিসেম্বর ২০২৪ ১০:১০ | আপডেট: ৫ ডিসেম্বর ২০২৪ ১৫:২৪

আবার হারল রিয়াল

শীর্ষে থাকা বার্সেলোনার টানা তিন ম্যাচে পয়েন্ট হারানোর সুবাদে তাদের সামনে ছিল ব্যবধান কমানোর সুবর্ণ সুযোগ। আগের ম্যাচ জিতে বার্সার থেকে পয়েন্ট ব্যবধান ১ এ নামিয়ে এনেছিলেন তারা। তবে অ্যাটলেটিক ক্লাবের বিপক্ষে আবার হেরে বসল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। কিলিয়ান এমবাপের পেনাল্টি মিসের রাতে অ্যাটলেটিকের কাছে ২-১ ব্যবধানে হেরে গেছে কার্লো আনচেলত্তির দল।

সবশেষ ২০১৫ সালে অ্যাটলেটিক বিলবাওয়ের বিপক্ষে হারের তিক্ত স্বাদ পেয়েছিল রিয়াল। এরপর লা লিগায় ৯ বছরে ১৮ ম্যাচে মুখোমুখি হলেও কখনোই রিয়ালকে হারাতে পারেনি পুঁচকে এই ক্লাবটি। ঘরের মাঠে রিয়ালের কাছে বড় হারই সম্ভাব্য ফলাফল ছিল তাদের জন্য। প্রথমার্ধে দাপটের সাথে খেলে সেদিকেই এগিয়ে যাচ্ছিল রিয়াল।

বিজ্ঞাপন

১২ মিনিটের মাথায় রিয়ালকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপে। তবে অফসাইডের কারণে বাতিল হয় সেই গোল। দুই মিনিট পরেই পেনাল্টির জোরালো আবেদন করে রিয়াল। বক্সের ভেতর রদ্রিগোকে ফাউল করা হলে ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির বাঁশি বাজাতে রাজি হননি রেফারি। প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি রিয়াল, গোলশূন্য সমতায় শেষ হয় হাফ টাইম।

দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে রিয়াকে চমকে দিয়ে এগিয়ে যায় অ্যাটলেটিক। সানচেটের শট রিয়াল কিপার ঠেকিয়ে দিলেও ফিরে আসা বলে গোল করে দলকে লিড এনে দেন রেমিরো। ৫৯ মিনিটে গোলের সুযোগ নস্ট করেছেন এমবাপে। ৬৮ মিনিটে ম্যাচে সমতা ফেরানোর সুযোগ এসেছিল রিয়ালের সামনে। পেনাল্টি থেকে অবশ্য গোল করতে পারেননি এমবাপে। চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের বিপক্ষে পেনাল্টি মিসের পর আবার পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেন তিনি।

বিজ্ঞাপন

৭৮ মিনিটে অবশ্য রিয়ালের আক্ষেপ ঘুচিয়ে দেন বেলিংহাম। এমবাপের শট কিপার বাঁচিয়ে দিলেও ফিরে এসে বল যায় বেলিংহামের কাছে। সেখান থেকে দারুণ ফিনিশিংয়ে দলকে স্বস্তিতে ফেরান এই ইংলিশ তারকা।

তবে রিয়ালের সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৮০ মিনিটের মাথায় আবার এগিয়ে যায় অ্যাটলেটিক। গোরকা গুরুযেতার গোলে অবিশ্বাস্য এক জয় নিয়েই মাঠ ছাড়ে অ্যাটলেটিক বিলবাও।

এই হারে ১৫ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই রইল রিয়াল। ১৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সা।

সারাবাংলা/এফএম

কিলিয়ান এমবাপে রিয়াল মাদ্রিদ লা লিগা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর