লাল-সবুজের পতাকায় প্রেম, পরিচয় ও মুক্তির উদ্ভাস। ছবি
৫ ডিসেম্বর ২০২৪ ০৮:১৫ | আপডেট: ৫ ডিসেম্বর ২০২৪ ১১:৩৯
একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, জনগোষ্ঠী ও জাতি পরিচয়ের পাশাপাশি পতাকার পরিচয়ও জরুরি। একটি পতাকাই মানুষকে এক জায়গায় দাঁড় করিয়ে দেয়। ১৯৭১ সালে বাংলাদেশের মানুষও লাল-সবুজের পতাকাতলে দাঁড়িয়েছিল একটি মুক্ত ও স্বাধীন মানচিত্রের জন্য। অনেক চড়াই-উৎড়াই পেরিয়ে দীর্ঘ নয় মাস সংগ্রামের ভেতর দিয়ে যেতে হয় আমাদের। স্বাধীনতার সেই সংগ্রামে আমরা অর্জন করি আমাদের আত্মপরিচয় ও মুক্তির স্মারক লাল-সবুজের পতাকা। লাখো শহিদের রক্তে অর্জিত এই পতাকা দেশব্যাপী ছেয়ে যাবে আসছে বিজয় দিবসে। এই ডিসেম্বরে জাতীয় পতাকার চাহিদা থাকে বেশি। সেজন্য প্রতিবছর এই সময়টাতে কারখানার শ্রমিকরা পতাকা তৈরিতে ব্যস্ত পড়েন। সারাবাংলার সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট হাবিবুর রহমান রাজধানীর মাতুয়াইলে তেমনই একটি পতাকা কারখানা ঘুরে ক্যামেরার ফ্রেমে তুলে এনেছেন লাল-সবুজের উদ্ভাস।
সারাবাংলা/পিটিএম