ডেঙ্গু: ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬২৯, মৃত্যু আরও ৫ জনের
৪ ডিসেম্বর ২০২৪ ২২:১০ | আপডেট: ৪ ডিসেম্বর ২০২৪ ২২:৪৮
ঢাকা: সারা দেশে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত ৬২৯ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আরও পাঁচজন।
এ নিয়ে দেশে এ বছরের ৪ ডিসেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৯৪ হাজার ৩১৪ জনে। এর মধ্যে ৯১ হাজার ৩৭৪ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। আর ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫০৯ জন।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বুধবার (৪ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টা সময়ের এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম।
অধিদফতরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় যে ৬২৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে পুরুষ ৪০৫ জন, নারী ২২৪ জন। আর ডেঙ্গুতে মৃত্যুবরণকারী পাঁচজনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে দুজন, দক্ষিণ সিটি করপোরেশনে একজন এবং মহানগরের বাইরে ঢাকা বিভাগে মারা গেছেন দুজন।
স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য অনুযায়ী, এ বছরে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৬৩ দশমিক ২ শতাংশ পুরুষ, ৩৬ দশমিক ৮ শতাংশ নারী। অন্যদিকে ডেঙ্গুতে মৃত্যুবরণকারীদের মধ্যে ৫১ দশমিক ৩ শতাংশ নারী, ৪৮ দশমিক ৭ শতাংশ পুরুষ।
স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকার দুই সিটি করপোরেশনের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২২৫ জন নতুনভাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় একই সময়ে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ১৩২ জন।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে ২২ জন, চট্টগ্রাম বিভাগে ৬১ জন ও খুলনা বিভাগে ৭৫ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজশাহী বিভাগে এ সংখ্যা ৩৪ জন, রংপুর বিভাগে ১৬ জন, বরিশাল বিভাগে ৫৫ জন ও সিলেট বিভাগে ৯ জন।
বর্তমানে সারা দেশের বিভিন্ন হাসপাতালে দুই হাজার ৪৩১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন।
সারাবাংলা/এসবি/টিআর