Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত বিএসএফ মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক
৪ ডিসেম্বর ২০২৪ ২১:৪৪ | আপডেট: ৪ ডিসেম্বর ২০২৪ ২২:৪৫

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার নিয়ে চলমান উত্তেজনার মধ্যে বাংলাদেশ-ভারত সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সীমান্ত এলাকায় নিজেদের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে দেশটির এই সীমান্তরক্ষী বাহিনী।

বুধবার (৪ ডিসেম্বর) ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে ক্রমবর্ধমান উত্তেজনায় প্রতিক্রিয়ায় বাংলাদেশ-ভারত সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিএসএফ। বিশেষ করে ত্রিপুরার সীমান্তে কঠোর নজরদারি বজায় রাখছে।

বিজ্ঞাপন

চিন্ময় দাসকে গ্রেফতার ও তার জামিন নামঞ্জুরের ঘটনা নিয়ে গত কিছুদিন ধরেই বাংলাদেশ-ভারত সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে বাংলাদেশে ভারতের পতাকা পায়ে মাড়ানো হয়েছে। ভারতেও বাংলাদেশ মিশনের সামনে বাংলাদেশের পতাকা পোড়ানোর ঘটনা ঘটেছে।

এর মধ্যে গত ২ ডিসেম্বর আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা হলে পরিস্থিতির অবনতি ঘটে। এসব ঘটনায় দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ই বিবৃতি ও পালটা বিবৃতি দিয়েছে। আগরতলায় ঘটনায় এক উপপুলিশ সুপারকে প্রত্যাহার ও তিন এসআইকে সাময়িক বরখাস্ত ছাড়াও হামলায় জড়িত সাতজনকে গ্রেফতার করে ভারতীয় পুলিশ সদর দফতর।

এএনআইয়ের খবরে বলা হয়েছে, বাংলাদেশকে তিন দিক থেকে বেষ্টন করে রয়েছে ভারত। ভৌগোলিক নৈকট্য ও সাংস্কৃতিক সম্পর্কের কারণে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। দুদেশের মধ্যে নানা বিষয়ে কখনো কখনো বিরোধও দেখা দিয়ে থাকে। বর্তমানে চলমান উত্তেজনার মধ্যেই সীমান্তে টহল ও নজরদারি জোরদার করেছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

বিএসএফের সেকেন্ড-ইন কমান্ড রাজেশ কুমার লাঙ্গেহ বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারতের সীমান্ত আরও বেশি সুরক্ষিত রাখতে সর্বোচ্চ স্তরের সতর্কতা নিয়েছে বিএসএফ। এর জন্য সীমান্তরক্ষী বাহিনীর অতিরিক্ত কর্মী মোতায়েন করা হয়েছে।

সারাবাংলা/এইচআই/টিআর

চিন্ময় কৃষ্ণ দাস ত্রিপুরা সীমান্ত বিএসএফ ভারত

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর