Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোলায় স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের কর্মীসভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২৪ ১৯:৫১ | আপডেট: ৪ ডিসেম্বর ২০২৪ ১৯:৫২

ভোলা: ভোলায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে জেলা বিএনপির কার্যালয় প্রসঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়।

সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ কর্মীসভার সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন। এতে প্রধান অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক। প্রধান বক্তা ছিলেন সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান।

বিজ্ঞাপন

বিশেষ অতিথির বক্তব্য দেন সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সরোয়ার ভুইয়া রুবেল, যুবদলের কেন্দ্রীয় সাবেক তথ্য ও প্রযুক্তি সম্পাদক জাহিদ হাসান, সাবেক সদস্য সাইদুর রহমান শামিম, ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, যুগ্ম সাধারণ সম্পাদক ফারহান আরিফ ও যুগ্ম সম্পাদক নাকিব চৌধুরী প্রমুখ।

কর্মীসভায় উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবা সম্পাদক মামুন হাশেমী দিপু, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান জাহিন, সদস্য আমানুল্লাহ আমান, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন ওয়াদুদ, সহ-সভাপতি মুনতাসীর আলম রবিন চৌধুরী, সাধারণ সম্পাদক খন্দকার আল-আমিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক আল-আমিন হাওলাদারসহ বিভিন্ন উপজেলা, পৌরসভা, ইউনিয়নের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, দলের মধ্যে অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে। তাদের বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে। বিশৃঙ্খলাকারী বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলে থাকতে পারবে না। মানবিক সমাজ বিনির্মানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

সারাবাংলা/এসআর

কর্মীসভা ছাত্রদল ভোলা যুবদল স্বেচ্ছাসেবক দল

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর