Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়েস্ট ইন্ডিজে ঐতিহাসিক জয়
‘পঞ্চপাণ্ডব’ ছাড়া বাংলাদেশের প্রথম টেস্ট জয়

স্পোর্টস ডেস্ক
৪ ডিসেম্বর ২০২৪ ১০:০২ | আপডেট: ৪ ডিসেম্বর ২০২৪ ১১:১৭

ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশ দল

মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ; বাংলাদেশ ক্রিকেটের ৫ মহারথীকে একত্রে দেওয়া হয়েছিল গালভরা এক নাম। ‘পঞ্চপাণ্ডব’ বললেই যেন বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের চোখের সামনে ভেসে উঠত এই ৫ ক্রিকেটারের ছবি। বাংলাদেশের ২৪ বছরের টেস্ট ইতিহাসে যত জয়ই এসেছে, সবগুলোতেই ছিলেন এই ৫ জনের কেউ না কেউ। তবে সেই দিন পেছনে ফেলে গত রাতে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। জ্যামাইকাতে সিরিজের দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ১০১ রানে হারিয়ে ‘পঞ্চপাণ্ডব’ ছাড়াই নিজেদের ইতিহাসে প্রথম টেস্ট জয়ের রেকর্ড গড়েছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

সময়টা ২০০৫ সাল। জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ইতিহাস গড়ে নিজেদের প্রথম টেস্ট জয়ের স্বাদ পায় বাংলাদেশ। ২২৬ রানের সেই ঐতিহাসিক জয়ের ম্যাচে একাদশে ছিলেন মাশরাফি। এরপর পেরিয়ে গেছে অনেকটা সময়। দলে এসেছেন সাকিব, মুশফিক, তামিম, মাহমুদউল্লাহদের মতো তরুণ ক্রিকেটাররা। দুর্দান্ত পারফর্ম করে একাদশের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন তারা সবাই।

গত ১৯ বছরে বাংলাদেশ দল জিতেছে আরও ২০টি টেস্ট ম্যাচ। এর সবকয়টিতেই একাদশে ছিলেন এই পাঁচ ক্রিকেটারের কেউ না কেউ। সাকিব, তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ ও মাশরাফিকে ছাড়া যেন বাংলাদেশ দলের টেস্ট জয় কল্পনাই করা যেত না! দেশে কিংবা দেশের বাইরে, ঐতিহাসিক সব টেস্ট জয়ের সাক্ষী ছিলে পঞ্চপাণ্ডবের কেউ না কেউ।

তবে সময়ের সাথে পালটে গেছে পরিস্থিতি। অনেক আগেই টেস্ট ছেড়েছেন মাশরাফি, মাহমুদউল্লাহ, তামিম। সাকিবও এই বছর টেস্টকে বিদায়ের ঘোষণা দিয়েছিলেন। তবে নানা কারণে মিরপুরের মাঠ থেকে বিদায় নিতে পারেননি তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই ইনজুরিতে পড়েন মুশফিক। আর এতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৮ বছর পর পঞ্চপাণ্ডব ছাড়াই টেস্টে মাঠে নামে বাংলাদেশ।

প্রথম টেস্টে বাজেভাবে হারে অভিজ্ঞ ক্রিকেটারদের অভাবটা বেশ ভালোমতোই টের পেয়েছিল বাংলাদেশ। প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতার পর অনেকেই ভেবেছিলেন, এই টেস্টেও একই পরিণতি হবে দলের। তবে দ্বিতীয় ইনিংসেই বদলে যায় সবকিছু। তরুণ পেসার নাহিদ রানার অবিশ্বাস্য বোলিংয়ের সাথে ব্যাটিংয়ে নেমে জাকের আলির সাহসী ইনিংস; নতুন বাংলাদেশ যেন নতুনভাবে জেগে ওঠে। ব্যাটে-বলে দুর্দান্ত বাংলাদেশ চার দিনের মাঝেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে তুলে নেয় ঐতিহাসিক জয়। ১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজে সমতা আনে বাংলাদেশ।

বিজ্ঞাপন

জ্যামাইকাতে এই জয়ে আরেকটি ধাপও পেরিয়ে গেল বাংলাদেশ। পঞ্চপাণ্ডব ছাড়া নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো টেস্ট জয়ের স্বাদ পেলেন তারা। মেহেদি মিরাজের অধীনে তরুণ এই জয় যে জয়যাত্রার সূচনা করল, সেটা নতুনভাবেই স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশের ক্রিকেটকে।

সারাবাংলা/এফএম

তামিম পঞ্চপাণ্ডব ছাড়া জয় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ মাশরাফি মাহমুদউল্লাহ মুশফিক সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর