Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লা লিগা
মায়োর্কাকে বিধ্বস্ত করে জয়ের ধারায় ফিরল বার্সা

স্পোর্টস ডেস্ক
৪ ডিসেম্বর ২০২৪ ০৯:০৬ | আপডেট: ৪ ডিসেম্বর ২০২৪ ১০:২৬

বড় জয় পেল বার্সা

লা লিগায় টানা ৩ ম্যাচে জয়হীন ছিলেন তারা। মায়োর্কার বিপক্ষে ম্যাচটা তাই ছিল বার্সেলোনার জন্য ঘুরে দাঁড়ানোর লড়াই। সেই লড়াইয়ে দারুণভাবেই সফল হয়েছে কাতালানরা। লামিন ইয়ামালের দুর্দান্ত কিছু অ্যাসিস্ট ও রাফিনহা জোড়া গোলে মায়োর্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েই জয়ের ধারায় ফিরল বার্সেলোনা।

মায়োর্কার মাঠে ম্যাচের ১২ মিনিটেই লিড নেয় বার্সা। রক্ষণভাগের ভুলে বল পেয়ে বার্সাকে এগিয়ে দেন ফেরান তোরেস। ১৮ মিনিটে ইয়ামালের দারুণ এক ক্রসে লিড দ্বিগুণ করা সুযোগ নস্ট করেন তোরেস। বিরতির ঠিক আগে বার্সাকে চমকে দিয়ে ম্যাচে ফেরে মায়োর্কা। মাফেলোর বাড়ানো বলে দারুণ এক গোলে মায়োর্কাকে আনন্দে ভাসান ভেদাত মুকিরি। ১-১ গোলে সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধে অবশ্য বিধ্বংসী রূপেই ফিরে এসেছে বার্সা। ৫৬ মিনিটে বার্সা লিড ফেরত পায় রাফিনহার গোলে। ইয়ামালকে বক্সের ভেতর ফাউল করা হলে পেনাল্টি পায় বার্সা। পেনাল্টি থেকে গোল করে বার্সাকে আবার এগিয়ে দেন এই ব্রাজিলিয়ান। ৭৪ মিনিটে ইয়ামালের অবিশ্বাস্য এক পাসে নিজের দ্বিতীয় গোল পান রাফিনহা।

৭৯ মিনিটে চতুর্থ গোল করে বার্সার জয় অনেকটাই নিশ্চিত করেন ডি ইয়ং। ম্যাচের ৮৪ মিনিটে মায়োর্কার কফিনে শেষ পেরেক ঠুকে দেন পাউ ভিক্টর। ইয়ামালের আরেকটি অ্যাসিস্টে দলের ৫ম গোল আসে ভিক্টরের পা থেকে।

শেষ পর্যন্ত ৫-১ গোলের বিশাল জয়ে মাঠ ছাড়ে বার্সা। এই জয়ে ১৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। ১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।

সারাবাংলা/এফএম

বার্সেলোনা লা লিগা

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর