Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দলের প্রত্যাশা পূরণের তৃপ্তি তাইজুলের

স্পোর্টস করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২৪ ০৬:০৫ | আপডেট: ৪ ডিসেম্বর ২০২৪ ১০:৩৫

ইনিংসে পাঁচ উইকেট নিয়ে ম্যাচ সেরা তাইজুল ইসলাম

টেস্ট ক্রিকেট তাইজুল ইসলাম খেলছেন দীর্ঘ ১০ বছর ধরে। লম্বা এই সময়ে অভিজ্ঞতার ঝুলিও তার বেশ পূর্ণ। লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে দেশের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। আজ নিজের অভিজ্ঞতার পুরোটাই এই বাঁহাতি স্পিনার মেলে ধরেছেন জ্যামাইকা টেস্টে। উইন্ডিজের মাটিতে দীর্ঘ ১৫ বছরের জয়খরা কাটানোতে অবদান আছে তার অনবদ্য বোলিংয়েরও। তবে তাইজুল খুশি দলের চাওয়া পূরণ করতে পেরেই। 

অভিজ্ঞতায় স্বয়ংসম্পূর্ণ হওয়াতে তাইজুলের ওপর দলের প্রত্যাশার পারদও বেশিই থাকে। আজ ১০১ রানে জেতা জ্যামাইকা টেস্টেও এর ব্যতিক্রম ছিল না। ইনিংসে ১৫তম বার নিয়েছেন পাঁচ উইকেট, দেশের বাইরে পঞ্চমবার। এই ম্যাচ জেতানো বোলিং ফিগার নিয়ে তাইজুল হাসছেন তৃপ্তির হাসি। দলের চাওয়া পূরণ করতে পেরে খুশি। 

বিজ্ঞাপন

নিজের দুর্দান্ত এই পারফরম্যান্স নিয়ে ম্যাচ সেরা তাইজুল বলেন, ‘আমার বোলিং নিয়ে বলতে পারেন আমি সন্তুষ্ট। কারণ দলের যখন যেটা চাওয়া ছিল আমি পূরণ করতে পেরেছি। দ্বিতীয় ম্যাচে চতুর্থ ইনিংসে যখন বোলিং করতে এসেছি, আসলে আমার ওপর দলের একটা বড় চাওয়া ছিল। আলহামদুলিল্লাহ সেটা সফল হয়েছে এবং এটাতে আমি অনেক ভালো বোধ করছি।’ 

সারাবাংলা/জেটি

তাইজুল ইসলাম

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর