Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশে শান্তিরক্ষী পাঠাতে ভারতের লোকসভায় প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক
৩ ডিসেম্বর ২০২৪ ২১:২৯ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২৪ ২৩:৫৬

ভারতের লোকসভা। ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস (টিএমসি) বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের পাঠানোর প্রস্তাব করেছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে তথ্যটি নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রতি সংখ্যালঘু নিপীড়নের কথিত অভিযোগ এনে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর জন্য জাতিসংঘের কাছে আবেদন করার প্রস্তাব করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বিধানসভায় অনুরূপ প্রস্তাব করার একদিন পরে লোকসভায় দলটির আরেকটি প্রস্তাব আসলো।

তৃণমূল কংগ্রেসের সংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের হাউজে একটি বিবৃতি চেয়েছেন। তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গ সরকার একটি প্রস্তাব উত্থাপন করেছে এবং তারা এই বিষয়ে কেন্দ্রের সঙ্গে একত্রে কাজ করবে ও কেন্দ্রের নেওয়া সিদ্ধান্তের প্রতি সমর্থন জানাবে।’

তিনি বলেন, ‘আমাদের প্রতিবেশি দেশ বাংলাদেশে সংখ্যালঘু ও হিন্দুদের নির্যাতন করা হচ্ছে। তাদের হত্যাও করা হচ্ছে। বাংলাদেশ আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের সাথেও সংযুক্ত। আমরা প্রস্তার করছি, ভারত সরকার অবিলম্বে বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর জন্য জাতিসংঘের কাছে আবেদন করুক।’

তিনি বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সংসদে এসে বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদের অবহিত করুন। আমাদের মুখ্যমন্ত্রী সোমবার (২ ডিসেম্বর) পশ্চিমবঙ্গ বিধানসভায় একটি প্রস্তাব উত্থাপন করে বলেছেন, ভারত সরকার যে সিদ্ধান্তই নেবে, পশ্চিমবঙ্গ সরকার সেই সিদ্ধান্তে অটল থাকবে। আমরা একসঙ্গে কাজ করতে চাই।’

বিজ্ঞাপন

এর আগে, সোমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক ধর্ম ও বর্ণের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের আহ্বান জানান। এই বিষয়ে ভারতের সংসদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কিংবা পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের কাছ থেকে বিবৃতিও দাবি করেন।

সারাবাংলা/এইচআই

তৃণমূল কংগ্রেস ভারত ভারতের লোকসভা মমতা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর