Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি গঠন

স্টাফ করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৪ ১৯:২২ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২৪ ১৯:২৫

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব কি না, তা যাচাইয়ে ৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের যৌক্তিকতা ও সম্ভাব্যতা যাচাই করবে এই কমিটি।

আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় শিক্ষা মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন উপ-সচিব মো. শাহিনূর ইসলাম।

কমিটির সদস্যরা হলেন-বিশ্ববিদ্যালয় মজুরী কমিশন কর্তৃক মনোনীত কমিশনের একজন সদস্য (সভাপতি), ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) সদস্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর কর্তৃক মনোনীত একজন প্রো-ভাইস চ্যান্সেলর (সদস্য), যুগ্মসচিব (বিশ্ববিদ্যালয়-২ অধিশাখা), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (সদস্য) ও কমিটিতে সদস্যসচিব হিসেবে রয়েছেন উপসচিব (সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয়) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

বিজ্ঞপ্তিতে কমিটির কার্যপরিধিতে উল্লেখ করা হয়েছে, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের যৌক্তিকতা ও সম্ভাব্যতা যাচাই ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ পৃথকীকরণের মাধ্যমে একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরির বিষয়ে প্রস্তাবিত উচ্চ পর্যায়ের কমিটির সঙ্গে এ কমিটি সমন্বয়পূর্বক কাজ করবে।

উল্লেখ্য, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি তুলে আসছেন কলেজটির শিক্ষার্থীরা। রাজধানীর মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। গত ১৯ নভেম্বর তিতুমীর কলেজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মন্ত্রণালয়ের বৈঠকে বসেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম ও শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক এম আমিনুল ইসলাম। ছয়জন শিক্ষার্থী প্রতিনিধি ওই আলোচনায় অংশ নেন।

বিজ্ঞাপন

সেই আলোচনার পর বিশ্ববিদ্যালয় গঠনের সম্ভাব্যতা যাচাই কমিটি গঠনের বার্তা দেওয়া হয় মন্ত্রণালয় থেকে। সময় মতো কমিটি গঠন না হওয়াতে গতকাল ২ ডিসেম্বর এক সংবাদ সম্মেলন করে ৪৮ ঘণ্টার মধ্যে কমিটি গঠনের দাবি জানিয়েছিলেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।

সারাবাংলা/এসএইচএস

সরকারি তিতুমীর কলেজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর