Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হজযাত্রীদের আমানত পরিশোধে ব্যাংকগুলোর প্রতি ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৪ ১৯:২২ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২৪ ২১:২৮

ঢাকা: হজযাত্রীদের আমানত পরিশোধের জন্য ব্যাংকগুলোর প্রতি নির্দেশনা জারি করেছে ধর্ম মন্ত্রণালয়। একইসঙ্গে হজ কার্যক্রমের টাকা বিনিয়োগ না করতেও ব্যাংকসমূহকে অনুরোধ জানানো হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের হজ-১ শাখা হতে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় সংশ্লিষ্ট ব্যাংকের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়েছে, ২০২৫ সালে হজে গমনের লক্ষ্যে যে সকল আমানতকারী ব্যাংকে অর্থ জমা রেখেছে কিংবা কোন স্কিমের আওতায় অর্থ সঞ্চিত রেখেছে, সেই অর্থ উত্তোলনে যাতে কোনরূপ প্রতিবন্ধকতার সৃষ্টি না হয়- সে বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকের সকল শাখাকে নির্দেশনা দিতে বলা হয়েছে।

এতে আরো বলা হয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত হজ এজেন্সিসমূহের হজ কার্যক্রমের জন্য নির্ধারিত ব্যাংক হিসাবে হজযাত্রীদের সৌদি পর্বের ব্যয় এবং বিমান টিকিটের অর্থ জমা রয়েছে এবং এখনো জমা দেয়া হচ্ছে। এ হিসাবসমূহে জমাকৃত অর্থের প্রায় ৫০ ভাগ চলতি ( ডিসেম্বর ২০২৪) মাসের শেষ সপ্তাহে সৌদি আরবে প্রেরণ করতে হবে। সে কারণে জমাকৃত অর্থ অন্যত্র বিনিয়োগ না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া হজযাত্রীদের সৌদি পর্বের প্রয়োজনীয় অর্থ ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে সোনালী ব্যাংক পিএলসি, রমনা কর্পোরেট শাখার ‘AGENCY PILGRIMS FUND PAYBLE TO KSA’ শিরোনামের হিসাবে জমা দিতে বলা হয়েছে।

সারাবাংলা/জেআর/আরএস

হজযাত্রী

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর