Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউসিবি ও ন্যাশনাল ফাইন্যান্সের চেয়ারম্যানের ব্যাংক হিসাব জব্দ

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৪ ১৯:২২ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২৪ ২১:২৮

ঢাকা : কর ফাঁকির অভিযোগে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চেয়ারম্যান শরীফ জহির ও তার ভাই ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেডের (এনএফএল) চেয়ারম্যান আসিফ জহিরের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একই সঙ্গে তাদের মা কামরুন নাহারের ব্যাংক হিসাবও স্থগিত করা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠিয়ে ব্যাংক হিসাব জব্দ করতে বলেছে। হিসাব জব্দ করা ব্যক্তি ও তাদের ব্যক্তি মালিকানা ব্যবসায়িক অ্যাকাউন্টের সব লেনদেন বন্ধ থাক‌বে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট একটি সূত্র মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন।

এনবিআর‘র চিঠিতে বলা হয়েছে, আয়কর আইন ২০২৩-এর ২২৩ ধারার ক্ষমতাবলে শরীফ জহির, তার ভাই আসিফ জহির ও তাদের মা কামরুন নাহার এবং সৈয়দ ইশতিয়াক ইসলাম (পিতা- সৈয়দ দিদারুল আলম) ও তাদের পরিবারের (পিতা, মাতা, ভাই, বোন, স্ত্রী, পুত্র ও কন্যা) নামে পরিচালিত সব হিসাব (ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ভল্ট লকার) অর্থসম্পদ লেনদেন স্থগিত করতে বলা হয়েছে।

উল্লেখ্য শরীফ জহির ইউসিবি ব্যাংকের বোর্ডের চেয়ারম্যান। এছাড়াও তিনি অনন্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তার ভাই আসিফ জহির এনএফএলের চেয়ারম্যান।

সারাবাংলা/জিএস/আরএস

ইউসিবি ব্যাংক ন্যাশনাল ফাইন্যান্সের চেয়ারম্যান ব্যাংক হিসাব জব্দ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর