Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোলায় জেলেদের হামালায় মৎস্য কর্মকর্তাসহ আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৪ ১৮:২২

ভোলা: ভোলায় অভিযানে গিয়ে জেলেদের হামালা উপজেলা মৎস্য কর্মকর্তাসহ ৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল পৌনে ১১ টার দিকে ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের কাঠির মাথা সংলগ্ন মেঘনা নদীতে এঘটনা ঘটে।

আহতরা হলেন, ভোলা সদর উপজলোর মৎস্য কর্মকর্তা এসএম মাহামুদুল হাসান, মৎস্য অফিসের অফিস সহকারী মো. রফিকুল ইসলাম, ইলিশ প্রকল্পের তথ্য সংগ্রহকারী মো. তানজিল আহমেদ, কোস্টাল প্রকল্পের আবু জাফর ও তাদের ট্রলার মাঝি মো. জামাল।

আহতরা জানান, সকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার মৎস্য কর্মকর্তার এসএম মাহামুদুল হাসানের নেতৃত্বে মৎস্য বিভাগের একটি দল মেঘনা নদীতে অবৈধ মশারী জাল জব্দ করতে অভিযানে যান। এসময় মেঘনার দস্যু বাহিনীর সেকেন্ড ইন কমান্ট মো. শাহিনের নেতৃত্বে ৪০/৫০ জন তাদের ওপর ধারালো অস্ত্র ও লাঠি-সোটা নিয়ে হামলা চালায়। এতে মৎস্য কর্মকর্তাসহ পাঁচজন গুরুতর আহত হন। পরে স্থানীয় জেলেরা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।

এদিকে ভোলা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসনাইন পারভেজ জানান, হামলার ঘটনায় তদন্ত শুরু হয়েছে। আহতদের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসআর

জেলেদের হামালা ভোলা মৎস্য কর্মকর্তা আহত মেঘনা নদী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর