বাফুফের অনুমতি ছাড়া করানো যাবে না কোচিং কোর্স
৩ ডিসেম্বর ২০২৪ ১৮:০২
দেশের বিভিন্ন জায়গাতেই স্থানীয়ভাবে করানো হয় ফুটবল কোচিং কোর্স। অনুমতি ছাড়া বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর লোগো ব্যবহার করে বিভিন্ন একাডেমি, প্রতিষ্ঠানের অধীনে চলছে এই কোচিং প্রক্রিয়া। তবে সম্প্রতি বিষয়টি নজরে এসেছে বাফুফের।
আজ (মঙ্গলবার, ০৩ ডিসেম্বর) সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বাফুফে জানিয়েছে, অনুমতি ব্যতীত বাফুফের লোগো ব্যবহার করে কোচিং কোর্সগুলো আর চালানো যাবে না।
বিজ্ঞপ্তিতে বাফুফে আরো জানায়, টেকনিক্যাল কমিটির অধীনে এএফসির অধীনে প্রশিক্ষকদের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ফুটবল কোচিং কোর্স আয়োজন করে থাকেন তারা। এর বাইরে অনুমতি ছাড়া কোনো ব্যাক্তি/প্রতিষ্ঠান/সংস্থা বাফুফের কোন লোগো বা নাম ব্যবহার না করার জন্য নির্দেশনা করেছে সংস্থাটি।
আরো জানা গেছে, বাফুফের পক্ষ থেকে খুব দ্রুত ‘কোচ এডুকেশন ক্যালেন্ডার ২০২৫’ প্রকাশ করা হবে।
সারাবাংলা/জেটি