Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অন্তর্বর্তী সরকারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টিকিয়ে রাখব: ভারতীয় হাইকমিশনার

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৪ ১৭:৩৫ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২৪ ১৭:৪৯

তলবে সাড়া দিয়ে মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। ছবি: সংগৃহীত

ঢাকা: যাই কিছু ঘটুক না কেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ টিকিয়ে রাখার প্রত্যয় জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

দুই দেশের মধ্যে কয়েকদিন ধরে চলমান সম্পর্কের টানাপোড়েনের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবে হাজির হয়ে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে তিনি তলবে সাড়া দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত হন।

বিজ্ঞাপন

ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বহুমুখী ও বিস্তৃত। আমরা দুই দেশ একে অন্যের ওপর নির্ভরশীল। আমাদের অনেক উদ্যোগের মধ্য দিয়ে দুই দেশই লাভবান হচ্ছে। বিদ্যুৎ সরবরাহ, নিত্যপণ্য আমদানি-রফতানি ইত্যাদিসহ অনেক ইতিবাচক উদ্যোগ আমাদের রয়েছে। ফলে কোনো একটি ইস্যুতে এই সম্পর্ক সঙ্কুচিত হবে না।

এ প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে সম্পর্ক অটুট রাখার প্রত্যয় জানিয়ে প্রণয় ভার্মা বলেন, ‘আর যাই ঘটুক না কেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টিকিয়ে রাখব। বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে আমাদের আন্তরিকতার কোনো অভাব নেই। আজকের আলোচনায় দুই দেশের পক্ষ থেকে এ রকমই আলোচনা হয়েছে।’

বাংলদেশে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা বোধ করছেন কি না— এমন প্রশ্নের জবাবে প্রণয় ভার্মা বলেন, ‘নিরাপত্তার অভাব বোধ করছি না।’

আরও পড়ুন- পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা

এর আগে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় বাংলাদেশে নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

তলবে সাড়া দিয়ে প্রণয় ভামৃা মঙ্গলবার বিকেল ৪টার দিকে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এম রিয়াজ হামিদুল্লাহর দফতরে পৌঁছান। সেখানে ভারপ্রাপ্ত সচিবের সঙ্গে আলোচনা করেন তিনি। পরে বিকেল ৪টা ৩৪ মিনিটে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বের হয়ে যান।

এর আগে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে অভিযোগ তুলে গতকাল সোমবার (২ ডিসেম্বর) আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ঢুকে হামলা চালায় হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতিসহ কয়েকটি সংগঠনের সমর্থকরা। এ ছাড়া মুম্বাইয়ে বাংলাদেশ উপহাইকমিশনের কাছাকাছি বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) নামে একটি সংগঠন বিক্ষোভ করে। আগরতলায় সহকারী হাইকমিশনে হামলা চালানো হিন্দু সংঘর্ষ সমিতি মুম্বাইয়ের বিক্ষোভের আয়োজক ভিএইচপির সহযোগী সংগঠন।

আগরতলায় হামলার ঘটনাকে ‘দুঃখজনক’ অভিহিত করে সোমবারই বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, কূটনৈতিক ও কনস্যুলার সম্পত্তি কোনো অবস্থাতেই লক্ষ্যবস্তু করা উচিত নয়।

বাংলাদেশ থেকেও এ ঘটনায় বিবৃতি দিয়ে তীব্র প্রতিবাদ জানানো হয়। হাইকমিশন প্রাঙ্গণ রক্ষার দায়িত্বে থাকা স্থানীয় পুলিশ সদস্যরা শুরু থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা রাখেননি বলে অভিযোগ করে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে ভারত সরকারকে এ ঘটনায় ব্যবস্থা নেওয়া ও ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার জন্য আহ্বান জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে আগরতলায় বাংলাদেশি সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় সেখানকার চার পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ভারতের পুলিশ সদর দফতর। এর মধ্যে তিন উপপরিদর্শককে (এসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রত্যাহার করা হয়েছে এক উপপুলিশ সুপারকে। এ ঘটনায় জড়িত সাতজনকে গ্রেফতারও করেছে পুলিশ।

সারাবাংলা/ইউজে/টিআর

তলব পররাষ্ট্র মন্ত্রণালয় প্রণয় ভার্মা ভারতীয় হাইকমিশনার

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর