Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লা লিগা
তরুণ বার্সাকে ঘুরে দাঁড়াতে যে পরামর্শ দিলেন ফ্লিক

স্পোর্টস ডেস্ক
৩ ডিসেম্বর ২০২৪ ১২:১৬

বার্সেলোনা স্কোয়াড

তার অধীনে এই মৌসুমের শুরুতে বার্সেলোনা হয়ে উঠেছিল অপ্রতিরোধ্য। তবে মৌসুমের মাঝপথে এসে যেন পথ হারিয়ে ফেলেছে হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা। লা লিগায় টানা ৩ ম্যাচে পয়েন্ট হারিয়ে বার্সার শীর্ষস্থান এখন হুমকির মুখে। রাতে লা লিগার ম্যাচে মায়োর্কার মুখোমুখি হবে কাতালানরা। ম্যাচের আগে হ্যান্সি ফ্লিক বলছেন, তরুণ বার্সা স্কোয়াডকে জয়ের মাধ্যমেই ঘুরে দাঁড়াতে হবে।

লা লিগার প্রথম ১২ ম্যাচের ১১টিতেই জিতে মজবুত অবস্থানে শীর্ষে ছিল বার্সা। রিয়াল মাদ্রিদের চেয়ে অনেকটাই এগিয়ে থাকা বার্সা তালগোল পাকিয়ে দিয়েছে শেষ ৩ ম্যাচে। রিয়াল সোসিয়েদাদ ও লাস পালমাসের বিপক্ষে হার ও সেল্টা ভিগোর বিপক্ষে ড্র; তিন ম্যাচে মাত্র এক পয়েন্টে শীর্ষে থাকলেও মৌসুমে প্রথমবারের মতো রিয়াল মাদ্রিদের কাছে শীর্ষস্থান হারানোর দ্বারপ্রান্তে বার্সা।

বিজ্ঞাপন

মায়োর্কার বিপক্ষে ম্যাচের আগে ফ্লিক বলছেন, তরুণ বার্সার জন্য জয়ের বিকল্প নেই, ‘গত ম্যাচেই আমরা জয়ের সুযোগ হাতছাড়া করেছি। আমরা এখন চাপে আছি, এটা স্বীকার করতেই হবে। ঘুরে দাঁড়ানো ছাড়া আর তো রাস্তা নেই। মনোযোগ ধরে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দলটা বেশ তরুণ, লা লিগার সবচেয়ে তরুণ দল আমরাই। কীভাবে লড়াই করে জয়ের ধারায় ফেরা যায় এটা শিখতে হবে সবাইকে। পরের ম্যাচটা কঠিন হবে। আমাদের রক্ষণভাগ সামলেই ম্যাচ জিততে হবে।’

লা লিগার শিরোপা নির্ধারণ হতে এখনো অনেক দেরি, মানছেন ফ্লিক, ‘লা লিগা জয় করা অনেক লম্বা একটা পথ। আমরা এই মৌসুমে শিরোপা জিততে চাই। সেভাবেই আমাদের এগিয়ে যেতে হবে। দল হিসেবে লড়াকু মনোভাব ছাড়া এটা সম্ভব না। আগেও বলেছি দলের সবাইকেই রক্ষণে এগিয়ে আসতে হবে। আমাদের দারুণ কিছু ডিফেন্ডার তো রয়েছেই। তবে দলের সবার দায়িত্ব ক্লিন শিট বজায় রাখতে সাহায্য করা।’

বিজ্ঞাপন

১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সা। ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল।

সারাবাংলা/এফএম

বার্সেলোনা হ্যান্সি ফ্লিক

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর