Saturday 28 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগরতলায় বাংলাদেশের দূতাবাসে হামলার প্রতিবাদে পর্তুগালে প্রতিবাদ সভা

আমিরুল ইসলাম নয়ন
৩ ডিসেম্বর ২০২৪ ১০:৩৭ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২৪ ১২:৫১

পর্তুগালের রাজধানী লিসবনের মাতৃমনিজের স্থানীয় রেস্টুরেন্টের হলরুমে প্রতিবাদ সভা প্রবাসী বাংলাদেশিদের

পতুগাল: ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের হামলা ও পতাকা অবমাননা এবং সীমান্ত আগ্রাসনের প্রতিবাদে পর্তুগালের রাজধানী লিসবনের মাতৃমনিজের স্থানীয় এক রেস্টুরেন্টের হলরুমে প্রতিবাদ সভা করেছেন প্রবাসী বাংলাদেশীরা।

২ ডিসেম্বর সোমবার রাত ৯টায় ‘পর্তুগাল প্রবাসী বাংলাদেশি’ ব্যানারে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

পর্তুগাল প্রবাসী আব্দুল হাকিম মিনহাজের সভাপতিত্বে এবং পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শহীদ আহমদ (প্রিন্স) এর সঞ্চালনায় দলমত নির্বিশেষে কমিউনিটির সব নেতারা উপস্থিত ছিলেন।

কমিউনিটির তরুণ নেতা ও রাজনীতিবিদ আব্দুল হাকিম মিনহাজ বলেন, ‘দেশ রক্ষার প্রশ্নে কোন আপোষ হবে না। সমস্ত বাংলাদেশিরা সারা বিশ্ব থেকে দেশ রক্ষায় এগিয়ে আসবে। ভারতকে অনেক ছাড় দেয়া হয়েছে ,আর কোন ছাড় হবে না। খেলতে আসলে সমানে সমানে খেলা হবে।’

কমিউনিটি নেতা মোশারফ হোসেন বলেন, ‘আগরতলায় হাইকমিশনে হামলার তীব্র নিন্দা জানাই। শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা ভারতের আধিপত্য মেনে নেব না।ভারতের সঙ্গে খেলা হবে সমানে সমান। কোনো রাজা-প্রজার সম্পর্ক থাকবে না। আমাদর নিয়ে খেলার দিনশেষ।’

বিশিষ্ট কমিউনিটি নেতা সাজিদুল আলম সাজিদ মোহাম্মদ বলেন , ‘কোনো স্বৈরাচার সরকারের পতনের পর ৫০ বছরেও সে সরকার ফিরে আসার ইতিহাস নাই। শেখ হাসিনা তার পতিত জামাইকে নিয়ে এদেশে টুক করে ঢুকে যাবার অপচেষ্টা সফল হবে না।’

ব্যবসায়ী ও কমিউনিটি নেতা আফতাব আহমেদ ভুইয়া বলেন, ‘পতিত সরকার শেখ হাসিনার মতো ভারতকে বিদায় করতে আমাদের ৩০ মিনিট লাগবে। আমরা মুসলমানরা সারা বিশ্ব থেকে ভারতের বিরুদ্ধে লড়বো। ভারতকে কোন ছাড় নয়।’

বিজ্ঞাপন

তরুণ কমিউনিটি নেতা ও রাজনীতিবিদ সাইফুল হক বলেন, ‘বাংলাদেশকে যদি রক্ষা করতে না পারি এ জীবন রেখে কি হবে। জীবনের বিনিময়ে আমরা ইন্ডিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়বো। ওই স্বৈরাচারী শেখ হাসিনার মতন আমরা ইন্ডিয়াকেও পরাজিত করব।’

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি রনি মোহাম্মদ বলেন, ‘দেশ রক্ষায় আমরা প্রবাসীরা সব সময় সোচ্চার ছিলাম এবং থাকব। ভারত প্রতিবেশী সুলভ আচরণ না করলে আমরাও ছেড়ে দিব না।’

সভায় বিশিষ্ট কমিউনিটি নেতা মোশারফ হোসাইন ,সাজিদুল আলম সাজিদ মোহাম্মদ, সাইফুল হক, আফতাব আহমেদ ভুইয়া, আজমল আহমদ, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি রনি মোহাম্মদ, সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম নয়ন, প্রচার সম্পাদক হাফিজ আল আসাদ, আমিরুল মেম্বার, মো: মইনুল হক,এহছানুর রহমান ইরাক,এমডি ফরহাদ আহমদ তারেক, মোহাম্মদ আমান, আব্দুল লতিফ, শেখ ফরিদ, তানভীর আহমদ রনি, নুরুল আলাম, আশরাফ হোসাইন, হেলাল উদ্দীন, মিজানুর রহমান, শোয়েব চৌধুরী, এস.এম.কাউছার প্রমূখ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জিএস/এনজে

পর্তুগাল প্রতিবাদ সভা বাংলাদেশি প্রবাসী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর