Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগরতলাস্থ বাংলাদেশ দূতাবাসে হামলার প্রতিবাদে দেশজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

সারাবাংলা ডেস্ক
৩ ডিসেম্বর ২০২৪ ১০:০৮ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২৪ ১৫:৪৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

ভারতের আগরতলায় সহকারী হাইকমিশনে হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের হামলা ও ভাঙচুরের প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি), খুলনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সাধারন শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাধারণ শিক্ষার্থীরা সোমবার তাদের নিজ নিজ অবস্থান থেকে বিক্ষোভ মিছিল করেছে। এছাড়া এই হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিক্ষোভ মিছিল করেছে।

বিজ্ঞাপন

জগ্ননাথ বিশ্ববিদ্যালয়

সোমবার রাত ১০ টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভিক্টোরিয়া পার্ক হয়ে রায় সাহেব বাজার মোড় ঘুরে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্তরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

সমাবেশের বক্তব্যে পদার্থ বিজ্ঞান বিভাগের ১৯-২০ সেশনের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, ‘ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে ছাত্রজনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে সর্বদা প্রস্তুত থাকতে হবে।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষারথীদের বিক্ষোভ মিছিল

খুলনা

হাই কমিশনে হামলার প্রতিবাদে খুলনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সাধারন শিক্ষার্থীরা সোমবার রাত সাড়ে ৯ টায় মহানগরীর শামসুর রহমান রোডে বিক্ষোভ মিছিল করে।

এসময় ইসকন ও ভারত বিরোধী স্লোগানে গর্জে ওঠে শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলে তারা স্বৈরাচার হাসিনা সহ আওয়ামী লীগ ও তার সকল অঙ্গ সংগঠনের বিচার দাবি করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা হাই কমিশনে হামলার প্রতিবাদে সোমবার রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করেন তারা।

এসময় শিক্ষার্থীরা, ‘ভারতের দাদাগিরি, থুথু মারি থুথু মারি’, ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘আমার দেশের অপমান, সইবে না রে জনগণ’, ‘মোদির কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘ভারতের দাদাগিরি’ চলবে না চলবে না’, ‘ভারতের বন্দিশালায়, লাথি মার ভাঙরে তালা’, ‘ভারতের তাল বাহানা, এই বাংলায় চলবে না’, ‘হিন্দু মুসলিম ভাই ভাই, দাঙ্গাবাজের ঠাঁই নাই’, ‘দূতাবাসে হামলা কেন, মোদি জবাব দে’, ‘ভারতের পণ্য, বয়কট বয়কট’ ইত্যাদি স্লোগান দেন।

বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়

সোমবার রাত নয়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা রাজু ভাস্কর্য থেকে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে এবং ভিসি চত্বর প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্য এসে মিছিলটি শেষ করে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন শিক্ষার্থীরা। এছাড়া ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

 

 

সারাবাংলা/এনজে

আগরতলা খুলনা জবি ঢা‌বি বাংলাদেশ দূতাবাস বিক্ষোভ মিছিল রাবি হামলা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর