Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাওলানা সাদকে নিয়ে বক্তব্য
বায়তুল মোকাররমের খতিবসহ ১২ আলেমের বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২৪ ২১:০৭ | আপডেট: ২ ডিসেম্বর ২০২৪ ২২:৩২

ঢাকা: মাওলানা সাদ কান্ধলভীর সম্পর্কে বিভিন্ন ধরনের মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগ এনে ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হেফাজতে ইসলামের আমির মাওলানা মহিবুল্লাহ বাবুনগরী, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেকসহ ১২ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) বাদীর আইনজীবী খান মোহাম্মদ মোর্শেদ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। এর আগে রোববার (১ ডিসেম্বর) ঢাকার যুগ্ম জেলা জজ প্রথম আদালতে মামলার আবেদন করেন মাওলানা সাদের একজন অনুসারী। তার নাম মো. যুবায়ের হোসেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা ঢাকার যুগ্ম জেলা জজ প্রথম আদালতে গতকাল (১ ডিসেম্বর) মামলার আবেদন করি। আদালত আমাদের আবেদন গ্রহণ করে আগামী ১৪ জানুয়ারি সর্বোচ্চ কোর্ট ফি দাখিল সংক্রান্ত শুনানির জন্য দিন ধার্য করেছেন।

মামলার অন্য আসামিরা হলেন- ইঞ্জিনিয়ার মাহফুজুল হান্নান মুন্না, মাওলানা শাহরিয়ার মাহমুদ, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা আব্দুল হামিদ মধুপুরী, মাওলানা নুরুল ইসলাম অলিপুরী, মাওলানা শাহরিয়ার মাহমুদ, লোকমান মাজহারী ও মুফতি জাফর আহমেদ।

মামলায় বলা হয়েছে, গত ৫ নভেম্বর মামলার বিবাদীরাসহ কিছু আলেম সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে মাওলানা সাদ কান্ধলভী সম্পর্কে উদ্দেশ্যমূলকভাবে মানহানিকর বক্তব্য প্রচার করেন। এতে করে এই ইসলামী চিন্তাবিদের সামাজিক সুনাম ও মর্যাদা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যা অর্থের মানদণ্ডে নিরূপণ করা সম্ভব না হলেও আর্থিক বিচারে কমপক্ষে ৫০০ (পাঁচশত) কোটি টাকার ক্ষতি হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা সাদ কান্ধলভী হেফাজতের আমির

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর