Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে ছাত্রলীগকর্মীকে পুলিশে দিল ছাত্রদল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২৪ ১৯:১৩

রাজশাহী: রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগকর্মী আকিফ-ই-রাব্বিকে (২৫) পুলিশে দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

সোমবার (২ ডিসেম্বর) বিকেলে সিটি কলেজের সামনে থেকে তাকে ধরে পুলিশে দেওয়া হয়।

ছাত্রলীগকর্মী আকিফ-ই-রাব্বি নগরীর সাগরপাড়া এলাকার গোলাম নবীর ছেলে। অভিযোগ রয়েছে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আকিফকে ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনির সঙ্গে দেখা যায়। সে তার অনুসারী ছিল বলেও জানায় ছাত্রদল।

রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন জানান, ওই ছাত্রলীগকর্মী ৫ আগস্ট রাজশাহীতে ছাত্র-জনতার ওপর দুইহাতে গুলি চালানো সন্ত্রাসী জহিরুল হক রুবেলের সঙ্গে তার ছবি রয়েছে। সে ছবি দেখান তিনি।

বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাসুদ বলেন, আটক ছাত্রলীগ কর্মীকে থানায় রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সারাবাংলা/এসআর

ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল ছাত্রদল ছাত্রলীগকর্মী রাজশাহী

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর