‘পার্বত্য চট্টগ্রামে পরিবর্তনের হাওয়া লাগেনি’
২ ডিসেম্বর ২০২৪ ১৮:৪১ | আপডেট: ২ ডিসেম্বর ২০২৪ ১৯:৪৫
রাঙ্গামাটি: পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার বলেছেন, পার্বত্য চুক্তি কোনো রাজনৈতিক দলের সঙ্গে হয়নি, এই চুক্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সঙ্গে হয়েছে। কাজেই এই চুক্তির দায় শুধু আওয়ামী লীগ সরকারের নয়, এই চুক্তির দায় যে সব সরকার আসবে দেশে, সে সরকারকে দায়িত্ব নিতে হবে। কিন্তু পার্বত্য চট্টগ্রামে পরিবর্তনের হাওয়া লাগেনি।
সোমবার (২ ডিসেম্বর) দুপুরে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৭তম বর্ষপূর্তি উপলক্ষে রাঙ্গামাটি জেলা শহরের কুমার সুমিত রায় জিমনেসিয়াম প্রাঙ্গণে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ছাত্র-জনতার গণঅভুথ্যানের মাধ্যমে দেশে নতুন সরকার এসেছে, সে সরকারকে আমরা অভিনন্দন জানাই। কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের পরিবর্তন এসেছে, কিন্তু পার্বত্য চট্টগ্রামে সে পরিবর্তনের হাওয়া লাগেনি। এই নতুন সরকার হোক না কয়েকমাসের সরকার; কিন্তু বাংলাদেশের সরকার তো বলতে হবে। কাজেই পার্বত্য চুক্তির দায়ভার অর্ন্তবতীকালীন সরকারকেও নিতে হবে।’
ঊষাতন তালুকদার আরও বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার অন্যান্য সংস্কার কমিশন করতে পারে, অথচ এই পার্বত্য সমস্যা বাংলাদেশের জাতীয় ও রাজনৈতিক সমস্যা, এই সমস্যার এখনো কোনো যথাযথ উদ্যোগ নেয়নি। তাই অর্ন্তবর্তীকালীন সরকারকে অন্যান্য বিষয়গুলোর সঙ্গে পার্বত্য সমস্যাকেও গুরুত্ব দিয়ে বিবেচনায় আনতে হবে।’
গণসমাবেশে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-সাধারণ সম্পাদক উ উইন মং জলির সভাপতিত্বে বক্তব্য দেন- শিক্ষাবিদ শিশির কান্তি চাকমা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-ছাত্রবিষয়ক সম্পাদক জুয়েল চাকমা, গিরিসুর শিল্পীগোষ্ঠীর সভাপতি জয়তী চাকমা ইনু, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক রুমেন চাকমা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাঙ্গামাটি জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অরুণ ত্রিপুরা ও পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির রাঙ্গামাটি জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক আশিকা চাকমা।
সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে ১৯৯৭ সালে ২ ডিসেম্বর বাংলাদেশ সরকার এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে ঐতিহাসিক পার্বত্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আলোকে ভূমি বিরোধ নিষ্পতি কমিশন আইনসহ যে সকল বিষয়াধিগুলো রয়েছে সেগুলো যথাযথভাবে প্রণীত হয়নি। চুক্তির মৌলিক বিষয়গুলো যথাযথভাবে বাস্তবায়ন না হলে পার্বত্য অঞ্চলের বিরাজমান সমস্যা সমাধান হবে না বরং পাহাড় আরও অশান্ত হয়ে উঠবে। তাই পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী ও জুম্ম স্বার্থপরিপন্থী সকল প্রকার ষড়যন্ত্র প্রতিহত করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলন জোরদার করার দাবি জানিয়েছেন তারা।
সমাবেশে জেলা শহর ও বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মী-সমর্থকরা অংশগ্রহণ করেছেন। রাঙ্গামাটি জেলা শহরে কেন্দ্রীয় জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির কর্মসূচি ছাড়াও জেলার বিলাইছড়ি, বাঘাইছড়ি, বরকল ও লংগদু উপজেলাসহ বিভিন্ন জায়গায় পার্বত্য চুক্তির ২৭তম বর্ষপূর্তি পালিত হয়েছে।
সারাবাংলা/এসআর
জনসংহতি সমিতি পার্বত্য চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম চুক্তি পিসিজেএসএস রাঙ্গামাটি