Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্বেতপত্র যেন আগামীতে এতিমের মতো ঘুরে না বেড়ায় : ড. দেবপ্রিয়

স্টাফ করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২৪ ১৭:৩৩ | আপডেট: ২ ডিসেম্বর ২০২৪ ১৮:৩৪

ঢাকা : প্রণীত এ শ্বেতপত্র যেন আগামীতে এতিমের মতো ঘুরে না বেড়ায়- এমন মন্তব্য করে এর সুপারিশগুলো কার্যকর বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্যোগ নেয়ার আহবান জানিয়েছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

সোমবার (২ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে শ্বেতপত্র নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহবান জানান।

দেশে গত ১৫ বছরে চামচা পুঁজিবাদ চোরতন্ত্রের জন্ম দিয়েছে- এমন মন্তব্য করে ড. দেবপ্রিয় বলেন, পরপর তিনটি জাতীয় নির্বাচনের মাধ্যমে দুর্নীতির বিষবৃক্ষ রোপন করা হয়েছে। নানা খাতে ব্যাপক লুটপাটের ঘটনা ঘটেছে।

তিনি বলেন, তবে আমরা দুর্নীতি ধরতে আসিনি। আমরা শুধু দুর্নীতির ধরণ তুলে এনেছি।

তিনি বলেন, শুধু দারিদ্র্ই নয়, সম্পদ ভোগের ক্ষেত্রেও ব্যাপক বৈষম্য তৈরি হয়েছে। এতদিন আশংকা থাকলেও ইতোমধ্যেই বৈদেশিক ঋণ পরিশোধের চাপসহ নানা কারণে মধ্য আয়ের ফাঁদে পড়েছে দেশ।

ড. দেবপ্রিয় বলেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন পোশাক ছাড়া আমলারা। দ্বিতীয় অবস্থানে রয়েছেন রাজনীবিদ এবং তৃতীয় অবস্থানে ব্যবসায়ীরা।

সারাবাংলা/জেজে/আরএস

ড. দেবপ্রিয় শ্বেতপত্র

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর