Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রহ্মপুত্র নদে ইলেকট্রিক যন্ত্র দিয়ে মাছ শিকার, ৬ জেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২৪ ১৭:০৯

কুড়িগ্রাম: কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের বড়ভিটার চর এলাকায় ইলেকট্রিক যন্ত্র দিয়ে মাছ ধরার সময় ছয় জেলেকে আটক করেছে পুলিশ।

সোমবার (২ ডিসেম্বর) সকালে আটক জেলেদের চিলমারী মডেল থানায় হস্তান্তর করেছেন নৌবন্দর থানা পুলিশ।

আটকরা হলেন- চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ ওয়ারী এলাকার শ্রী শ্রী মিলন চন্দ্র দাশ (৪১), নয়ন চন্দ্র দাশ (৩২), একই ইউনিয়নের ফকিরেরভিটা এলাকার মিলন মিয়া (৩৫) শিমুলতলির আবু বকর সিদ্দিক (২৪) ফকিরেরভিটা এলাকার সাদ্দাম (৩০), ফুলবাড়ী উপজেলার দক্ষিণ বড়ভিটার বাসিন্দা শ্রী চন্দন কুমার বিশ্বাস (৩২)।

এর আগে রোববার দিবাগত রাতে নৌবন্দর থানা পুলিশের একটি দল ব্রহ্মপুত্র নদে অভিযান চালিয়ে ইলেকট্রিক শক যন্ত্র দিয়ে মাছ ধরার সময় তাদের আটক করে। এসময় মাছ ধরার কাজে ব্যবহৃত দুইটি যন্ত্র জব্দ করা হয়।

চিলমারী মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব সজীব জানান, আটক জেলেদের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলার পর তাদের কুড়িগ্রাম আদালতে পাঠানো হবে।

সারাবাংলা/এসআর

ইলেকট্রিক যন্ত্র দিয়ে মাছ শিকার কুড়িগ্রাম জেলে আটক

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর