Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিঙ্গাপুর প্রবাসী রমজান হত্যা মামলায় ৩ আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২৪ ১৬:২৬ | আপডেট: ২ ডিসেম্বর ২০২৪ ১৬:২৯

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগরে সিঙ্গাপুর প্রবাসী রমজান মুন্সী (৪০) হত্যার ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ওয়াসিম খান (৩৮), তার সহযোগী মোহাম্মদ রনি (৩৫) ও শাহিন প্রধান (৩৬)।

পুলিশ জানায়, রাজধানীর কদমতলী থেকে ওয়াসিমকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যে উপজেলার হরপাড়া এলাকা থেকে শাহিন ও রনিকে গ্রেফতার করা হয়।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী জানান, হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী ২৯ নভেম্বর শ্রীনগর থানায় অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন। তথ্য প্রযুক্তির ব্যবহার করে আসামিদের অবস্থান নিশ্চিত করে তাদের গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, গত বুধবার (২৭ নভেম্বর) উপজেলার গাদিঘাট গ্রামের দেউলভোগ খাল থেকে নিখোঁজের দুইদিন পর হাত-পা বাঁধা বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে পুলিশ। ২৬ নভেম্বর তার সিঙ্গাপুর চলে যাওয়ার কথা ছিল। দেড় মাস আগে সিঙ্গাপুর থেকে গ্রামের বাড়িতে আসেন রমজান মুন্সী।

সারাবাংলা/এসআর

৩ আসামি গ্রেফতার প্রবাসী রমজান হত্যা মুন্সীগঞ্জ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর