Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফারজানা-সুপ্তার রেকর্ড জুটিতে হোয়াইটওয়াশ আয়ারল্যান্ড

স্পোর্টস করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২৪ ১৬:২৯ | আপডেট: ২ ডিসেম্বর ২০২৪ ১৮:৩৪

ফারজানা-সুপ্তার রেকর্ড ১৪৩ রানের জুটিতে আইরিশদের হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

এক ম্যাচ হাতে রেখে আয়ার‍ল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের পর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেছিলেন, ‘আমরা যা-ই করি, রেকর্ড হয়ে যাচ্ছে’। আক্ষরিক অর্থে তাই যেন হচ্ছে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। আজ তৃতীয় ওয়ানডেতে ফারজানা পিংকি-শারমিন সুপ্তার রেকর্ড জুটিতে আইরিশদের ৭ উইকেটে হারিয়ে দেশের মাঠে প্রথমবার কোনো দলকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। সব মিলিয়ে তৃতীয়বারের মতো ওয়ানডেতে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করলেন বাংলাদেশের মেয়েরা। 

বিজ্ঞাপন

লক্ষ্য ছিল ১৮৬ রান। রান তাড়ায় নেমে শুরুতেই ফিরে গেছেন ওপেনার মুর্শিদা খাতুন। দলীয় ৯ রানের মাথায় অরলা প্রেন্ডারগাস্টের বলে সারা ফোর্বসের হাতে ক্যাচ দেন তিনি। তবে এরপরের গল্পটা কেবলই ফারজানা আর সুপ্তার। আইরিশ বোলারদের কোনো সুযোগই দেননি কেউ। শুরু থেকেই চালিয়ে খেলেছেন সুপ্তা। শট খেলেছেন উইকেটের চারপাশেই। নিয়মিত স্ট্রাইক রোটেট করে ফারজানার সাথে মিলে সচল রাখেন রানের চাকা। 

মিরপুরে অনুষ্ঠিত এই সিরিজে দ্বিতীয় ফিফটি পেয়েছেন সুপ্তা। ফিফটি পেয়েছেন ফারজানাও। দারুণ এই জুটির পথে দুজন ভেঙেছেন নিজেদেরই গড়া রেকর্ড। প্রথম ওয়ানডেতে দ্বিতীয় উইকেটে এই দুই ব্যাটার গড়েন ১০৪ রানের জুটি। আজ সেটা তো টপকে গেলেনই, গড়েছেন দ্বিতীয় উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ ১৪৩ রানের জুটির রেকর্ডও। সব মিলিয়ে যেকোনো উইকেটে জুটিতেও এটা বাংলাদেশের রেকর্ড সর্বোচ্চ রান। 

ব্যক্তিগত ৫৪ রানে স্পিনার অ্যামি ম্যাগুয়ারের বলে শট খেলতে গিয়ে মিড অফে ক্যাচ তুলেছিলেন ফারজানা। লিয়াহ পলের হাত ফসকে যায় বল, জীবন পান ফারজানা। অবশ্য এর এক বল পর একইভাবে উইকেট ছেড়ে বেরিয়ে এসে মারতে গিয়ে লং অনে ফ্রেয়া সার্জেন্টের হাতে ক্যাচ দেন সুপ্তা। ৮৮ বলে ১১ চারে ৭২ রানের দারুণ ইনিংস খেলে মাঠ ছাড়েন ছন্দে থাকা এই ডানহাতি ব্যাটার। 

সুপ্তার পর ইনিংস বেশি বড় করতে পারেননি ফারজানাও। জীবন পাওয়ার পর আর ছয় রান যোগ করতেই সেই ম্যাগুয়ারের বলেই লেটকাট খেলতে গিয়ে উইকেটের পেছনে অ্যামি হান্টারের হাতে ক্যাচ দেন তিনি। ৯৯ বলে ৬১ রান করেন ডানহাতি এই ওপেনার। 

সোবহানা মোস্তারিকে সাথে নিয়ে বাকি কাজটা সেরেছেন আগের ওয়ানডেতে ৪০ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলা জ্যোতি। মাঠে আসেন জয় থেকে দল ২০ রান দূরে থাকতে। চার মেরে খুলেছেন রানের খাতা। ১৮ বলে ১৮* রানে ছিলেন অপরাজিত। স্কয়ার কাটে হোয়াইটওয়াশের স্বাদ পাইয়ে দিয়েছেন সোবহানা। 

বিজ্ঞাপন

আজও ব্যর্থ টস জিতে ব্যাট করতে নামা আয়ারল্যান্ডের ওপেনার সারা ফোর্বস। অ্যামি হান্টারও ইনিংস বড় করতে পারেননি। তবে শেষ ম্যাচে এসে ফিফটি পেয়েছেন অধিনায়ক গ্যাবি লুইস এতে অবশ্য দলীয় সংগ্রহ আগের ম্যাচকেও টপকাতে পারেনি। বাংলাদেশি স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৮৫ রানেই থামে আয়ারল্যান্ড। 

সিরিজ জুড়েই দুর্দান্ত বল করেছেন বাংলাদেশি স্পিনাররা

তারা প্রথম উইকেট হারায় ইনিংসের ষষ্ঠ ওভারে। সারা ফোর্বস বোল্ড হন ব্যক্তিগত ৫ রানে। এরপর দ্বিতীয় উইকেটে ৪৮ রানের জুটি হয় লুইস-অ্যামির। সেই জুটিতেই লড়াইয়ে খানিকটা ফেরে আয়ারল্যান্ড। ৪০ বলে ২৩ রান করে রাবেয়ার বলে অ্যামি ফিরলেও ফিফটি পেয়েছেন লুইস। তৃতীয় উইকেট জুটিতে অরলা প্রেন্ডারগাস্টের সাথে যোগ করেছেন আরো ৪০ রান। তবে ফিফটি ছোঁয়ার পর আর ইনিংস লম্বা করতে পারেননি ডানহাতি এই ব্যাটার। ফাহিমার নিচু হয়ে আসা বলে প্লেড অন হয়ে স্টাম্প খুইয়ে ফিরেছেন তিনি ব্যক্তিগত ৫২ রানে। 

ইনিংসের শেষদিকে বড় রান পাননি কোনো আইরিশ ব্যাটারই। শেষ পাঁচ উইকেট পড়েছে মাত্র ৬২ রানের ব্যবধানে। ফাহিমা তিনটি, সুলতানা ও নাহিদা নেন দুটি করে উইকেট। 

সারাবাংলা/জেটি

বাংলাদেশ নারী ক্রিকেট দল

বিজ্ঞাপন

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর