Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সীমান্তে ভুয়া পুলিশসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২৪ ১৫:৫৭ | আপডেট: ২ ডিসেম্বর ২০২৪ ১৬:০১

সুনামগঞ্জ: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের সীমান্তের গামারীতলা এলাকা থেকে মো. বাকির হোসেন নামে এক ভুয়া পুলিশসহ দুইজনকে আটক করেছে বিজিবি।

সোমবার (২ ডিসেম্বর) মাছিরপুর বিওপির বিজিবির সদস্যরা তাকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল একেএম জাকারিয়া কাদির।

আটক বাকির হোসেন তাহিরপুর উপজেলার উত্তর মোকসেদপুর গ্রামের আবু চানের ছেলে। অপরজন তার সহযোগী মোটরসাইকেল চালক একই উপজেলার গোটিলা গ্রামের আব্দুল মালেকের ছেলে তাবারত হোসেন।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, সকালে তাবারত হোসেন মোটরসাইকেলে করে পুলিশের পোশাক পরা বাকির হোসেনকে নিয়ে সীমান্ত এলাকায় ঘুরাঘুরি করছিলেন। সন্দেহজনক মনে হওয়ায় বিজিবির সদস্যরা জিজ্ঞাসাবাদ করে। এসময় তারা ভুয়া প্রমান হয়।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল একেএম জাকারিয়া কাদির বলেন, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হবে।

সারাবাংলা/এসআর

ভুয়া পুলিশ আটক সুনামগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর