Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফুটবল মাঠে সংঘর্ষ
পেনাল্টি নিয়ে সংঘর্ষে গিনিতে শতাধিক নিহত

স্পোর্টস ডেস্ক
২ ডিসেম্বর ২০২৪ ১৪:৪২ | আপডেট: ২ ডিসেম্বর ২০২৪ ১৫:৫২

গিনিতে ফুটবল মাঠে শতাধিক নিহত

ফুটবল মাঠে সংঘর্ষের ঘটনা দেখা যায় হরহামেশাই। অনেক সময় ঘটে হতাহতের সংখ্যাও। তবে গিনিতে যা হয়েছে, সেটা ছাড়িয়ে গেছে আগের সব রেকর্ডকেই। রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে খেলার মাঠে শুরু হওয়া সংঘর্ষে গিনিতে নিহত হয়েছেন শতাধিক দর্শক।

ঘটনার সূত্রপাত এন জেরেকোর সিটির স্টেডিয়ামে। এটি গিনির দ্বিতীয় বৃহত্তম শহর, জনসংখ্যা প্রায় ২ লাখ। গিনির সামরিক নেতা মামাদি ডুমবুয়াইর স্মরণে আয়োজন করা এক টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছিল লাবে ও জেরেকো। মামাদি ২০২১ সালে গিনির সরকার প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন।

বিজ্ঞাপন

ফাইনাল ম্যাচের এক পর্যায়ে রেফারি বিতর্কিত একটি পেনাল্টির সিদ্ধান্ত জানান। সেই সিদ্ধান্তের জেরেই মাঠে ফুটবলারদের মাঝে দেখা দেয় তর্ক বিতর্ক। এক পর্যায়ে সেই তর্ক মাঠ ছাড়িয়ে ছড়িয়ে পড়ে গ্যালারিতেও।

আর গ্যালারিতে ছড়িয়ে পড়া সেই উত্তাপই কাল হয়েছে শত মানুষের। দুই দলের সমর্থকদের মাঝে ছড়িয়ে পড়া সেই সংঘর্ষে যোগ দেয় স্টেডিয়ামের দায়িত্ব থাকা পুলিশও। এক পর্যায়ে পুলিশ গুলি চালাতে শুরু করলে স্টেডিয়াম থেকে হুড়মুড় করে বেরিয়ে যেতে শুরু করেন উপস্থিত দর্শক। এরপর সেই সংঘর্ষ ছড়িয়ে পড়ে শহরটির প্রায় সব প্রধান সড়কে।

বিক্ষুব্ধ জনতার সাথে পুলিশের সংঘর্ষে রীতিমত ধ্বংসস্তূপে পরিণত হয় স্টেডিয়ামের আশেপাশের এলাকা। পুলিশ স্টেশনে ভাংচুর ও আগুনের ঘটনাও ঘটেছে। প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে শতাধিক। সড়ক ও স্থানীয় হাসপাতালের বেশ কিছু ভিডিওতে দেখা গেছে, সারিবদ্ধভাবে পড়ে আছে লাশ আর লাশ। হাসপাতাল সূত্র বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছে, হাসপাতাল ও রাস্তায় যেদিকে চোখ যায় শুধুই লাশ আর আহত মানুষ।

বিজ্ঞাপন

গিনি সরকারের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করার সর্বোচ্চ চেষ্টা চলানো হচ্ছে।

সারাবাংলা/এফএম

গিনি ফুটবল মাঠে সংঘর্ষ