Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় ৫০ ভরি স্বর্ণসহ ২ যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২ ডিসেম্বর ২০২৪ ১৩:০৮

গ্রেফতার হওয়া দুই যুবক

খুলনা: খুলনায় সোনার নেকলেসসহ ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২ ডিসেম্বর) সকালে নগরীর লবণচরা থানাধীন সাচিবুনিয়া মোড়ে তাদের কোমরের বেল্ট থেকে আনুমানিক ৫০ ভরি সোনাসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া দুই যুবক হলেন, রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার মহব্বত পাড়া এলাকার বাবলু ধর (৩৮) ও চট্রগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার আজাদী বাজার বাণিকপাড়া এলাকার রতন মানিকের ছেলে নয়ন মানিক (২৬)।

লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পরিবহনে দু’জন যাত্রী স্বর্ণ পাচারের জন্য সাতক্ষীরা যাচ্ছেন। আমরা সাচিবুনিয়া বিশ্বরোড মোড়ে চেকপোষ্ট বসিয়ে বাসটিতে তল্লাশি চালাই। এসময় ওই দু’জনের কাছ থেকে দু’টি সোনার নেকলেস ও একজনের কাছ থেকে একটি ব্রেসলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।’

সারাবাংলা/এসডব্লিউ

খুলনা দুই যুবক আটক

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর