Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সবুজবাগে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

স্টাফ করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২৪ ১২:৩৮ | আপডেট: ২ ডিসেম্বর ২০২৪ ১৭:৫০

সবুজবাগ থানা

ঢাকা: রাজধানীর সবুজবাগ বেগুনবাড়ি এলাকায় বিধান মণ্ডল (১৯) নামে এক অটোরিকশা চালককে হত্যার পর রিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে সবুজবাগ থানা পুলিশ বেগুনবাড়ি গ্রিন মডেল টাউনের ১২ নম্বর রোড থেকে রিকশা চালকের মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. এনামুল হক মিঠু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে রাত সোয়া ১২টার দিকে সবুজবাগ বেগুনবাড়ি গ্রিন মডেল টাউনের ব্লক-ই, ১২ নম্বরের একটি খালি প্লট থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার গলায় রশি পেঁচানো ছিল। এছাড়া মাথার পেছনে থেতলানো আঘাত, থুতনির বাম পাশে আচরের দাগ দেখা যায়।

এসআই জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রিকশা চালককে শ্বাসরোধে হত্যার পর তার অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে। আর মরদেহটি গ্রিন মডেল টাউনের ফাঁকা জায়গায় ফেলে রাখা হয়েছে। এই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার বিস্তারিত তদন্ত এবং ঘাতকদের শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

নিহত বিধান মণ্ডলের খালাতো ভাই সুজন মন্ডল জানান, পরিবারের সঙ্গে ডেমরা কায়েতপাড়া ৭০ নম্বর ওয়ার্ডে থাকতেন বিধান মন্ডল। তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। বিধানের বাবা মহাদেব মন্ডল ফার্নিচারের ব্যবসা করেন। দুই মাস আগেই বিধানকে তার বাবা অটোরিকশাটি কিনে দিয়েছিলেন। রোববার সন্ধ্যায় খাওয়া-দাওয়া করে তিনি অটোরিকশা নিয়ে বের হন। এরপর রাতে বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে রাতে সবুজবাগ থানায় সাধারন ডায়েরি করতে গেলে একটি মরদেহ উদ্ধারের খবর শুনতে পান। পরে ঘটনাস্থলে গিয়ে বিধানের মরদেহ শনাক্ত করেন পরিবারের সদস্যরা। অটোরিকশা ছিনতায়ের জন্যই বিধানকে হত্যা করা হয়েছে বলে তাদের ধারণা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/ইআ

অটোরিকশাচালক রিকশা ছিনতাই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর