Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছেলে হান্টারকে ক্ষমার ঘোষণা দিলেন জো বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
২ ডিসেম্বর ২০২৪ ১১:৫১ | আপডেট: ২ ডিসেম্বর ২০২৪ ১৩:২১

প্রেসিডেন্ট জো বাইডেন ও ছেলে হান্টার বাইডেন

অস্ত্র ও শুল্ক মামলায় অভিযুক্ত ছেলে হান্টার বাইডেনকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই মামলায় শাস্তির মুখোমুখি হয়েছিলেন হান্টার। তবে রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়ার আগেই ছেলেকে ক্ষমা করে বিদায় নিবেন তিনি।

যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী, যেকোনো অপরাধীকেই ক্ষমা করে দেওয়ার ক্ষমতা রাখেন প্রেসিডেন্ট। তবে ছেলের বিরুদ্ধে মামলা হওয়ার পরে বলেছিলেন, বিচারে দোষী সাব্যস্ত হলে নিজের ছেলেকেও ক্ষমা করবেন না তিনি।

বিজ্ঞাপন

বাইডেন বলেন, শুধু পারিবারিক নামের কারণেই অন্যায়ভাবে তার ছেলেকে অভিযুক্ত করা হয়েছিল।

মার্কিন এই প্রেসিডেন্ট অভিযোগ করেন, তার ছেলে হান্টারের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা চালানো হয়েছে। এমনকি অব্যাহত আক্রমণ ও বিচারের মুখেও পাঁচ বছরের বেশি সময় স্থির ছিলেন তিনি।

বাইডেন বলেন, ‘হান্টারকে আক্রমণের মাধ্যমে তারা আমাকেও দুর্বল করতে চেয়েছে।’

প্রসঙ্গত, গত সেপ্টেম্বরের শুরুতে কর ফাঁকির মামলায় দায় স্বীকার করেন হান্টার বাইডেন। এছাড়া গত জুন মাসেও আগ্নেয়াস্ত্র মামলায় দোষী সাব্যস্ত হন হান্টার।

সারাবাংলা/এসডব্লিউ

জো বাইডেন যুক্তরাষ্ট্র হান্টার বাইডেন

বিজ্ঞাপন

ফিরে দেখা ২০২৪ / ছবিতে বছর ভ্রমণ
১ জানুয়ারি ২০২৫ ০৮:৪৫

আরো

সম্পর্কিত খবর