Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরি আ
মাঠে কোমায় ফুটবলার, বাতিল ইন্টার-ফিওরেন্টিনা ম্যাচ

স্পোর্টস ডেস্ক
২ ডিসেম্বর ২০২৪ ১০:৫৪ | আপডেট: ২ ডিসেম্বর ২০২৪ ১২:২৮

মাঠেই কোমায় চলে গেছেন ফিওরেন্টিনার বোভ

ম্যাচের শুরুতে সুস্থ হালেই দলের সাথে মাঠে নেমেছিলেন তিনি। তবে এই মাঠে নামাই যে কাল হবে তার জন্য সেটা হয়তো দুঃস্বপ্নেও ভাবেননি ফিওরেন্টিনা মিডফিল্ডার এডোয়ার্ডো বোভ। সিরি আর ম্যাচে ইন্টার মিলানের বিপক্ষে খেলতে নেমে মাঠেই জ্ঞান হারিয়ে কোমায় চলে গিয়েছেন এই তরুণ ফুটবলার। আর এতেই বাতিল ঘোষণা করা হয়েছে ইন্টার-ফিওরেন্টিনা ম্যাচ।

নিজেদের মাঠে ইন্টারের বিপক্ষে খেলতে নেমেছিল ফিওরেন্টিয়া। একাদশে ছিলেন ২২ বছর বয়সী তরুণ মিডফিল্ডার বোভও। ম্যাচের ১৬তম মিনিটে ভিএআরের সাহায্যে একটি সিদ্ধান্ত যাচাই বাচাই করছিলেন রেফারি। ঠিক সেই মুহূর্তে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন বোভ। দুই দলের ফুটবলাররা সাথে সাথে তার সাহায্যে ছুটে এসেছেন। বোভ সেখানে অজ্ঞান হয়ে পড়লে তাকে দ্রুতই মাঠ থেকে সরিয়ে নেওয়া হয়।

বিজ্ঞাপন

Edoardo Bove: Fiorentina midfielder in intensive care after collapsing during Inter Milan match - BBC Sport

ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে পড়েছিলেন ফিওরেন্টিনার ফুটবলাররা। অনেককেই মাঠে শুয়ে বসে থাকতে দেখা গিয়েছে, অনেকের চোখেই ছিল পানি। বোভের এমন ঘটনার পর পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচও।

মাঠ থেকে বোভকে নেওয়া হয়েছে ফ্লোরেন্সের একটি হাসপাতালে। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছেন বোভ। ফিওরেন্টিনার পক্ষ থেকে জানানো হয়েছে, এখনো ঝুঁকিমুক্ত নন এই তরুণ ফুটবলার, ‘বোভকে দ্রুততার সাথেই হাসপাতালে নেওয়া হয়েছে। নানা পরীক্ষা নিরীক্ষার পর সে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছে। আগামী ২৪ ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখা হবে। তার পরিবার ও ক্লাবের পক্ষ থেকে সবাইকে প্রার্থনা করার আহ্বান জানানো হচ্ছে।’

গত আগস্টে রোমা থেকে ধারে ফিওরেন্টিনায় এসেছিলেন বোভ। গত অক্টোবরে ক্লাবের হয়ে নিজের প্রথম গোলও পেয়েছিলেন তিনি। ইতালির অনূর্ধ্ব-২১ দলেও খেলেছেন বোভ, এখনো অবশ্য ডাক পাননি জাতীয় দলে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

ইতালিয়ান লিগ ইন্টার মিলান এডোয়ার্ডো বোভ ফিওরেন্টিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর