Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লা লিগা
গেটাফেকে হারিয়ে বার্সার আরো কাছে রিয়াল

স্পোর্টস ডেস্ক
২ ডিসেম্বর ২০২৪ ০৯:০৬ | আপডেট: ২ ডিসেম্বর ২০২৪ ১০:১৩

সহজ জয়ে শীর্ষস্থানের আরও কাছে রিয়াল

লা লিগার এবারের মৌসুমের শুরুর ভাগে তাদের সময়টা ভালো কাটেনি। তবে ধীরে ধীরে নিজেদের অবস্থানটা শক্ত করেছে রিয়াল মাদ্রিদ। টানা ৩ ম্যাচে বার্সার জয়হীন থাকার সুযোগটাও দারুণভাবে কাজে লাগিয়েছে আনচেলত্তির দল। বেলিংহাম, এমবাপের গোলে গেটাফেকে ২-০ ব্যবধানে হারিয়ে বার্সার সাথে পয়েন্ট ব্যবধান মাত্র ১ এ নামিয়ে এনেছে রিয়াল।

লা পালমাসের বিপক্ষে নিজেদের সবশেষ ম্যাচে হেরেছে বার্সেলোনা। রিয়ালের চেয়ে দুই ম্যাচ বেশি খেলে ৪ পয়েন্ট এগিয়ে শীর্ষে ছিল কাতালানরা। সান্তিয়াগো বার্নাব্যুতে মাদ্রিদের সামনে তাই ছিল বার্সার সাথে ব্যবধান কমানোর সুযোগ।

বিজ্ঞাপন

ম্যাচের শুরু থেকেই গেটাফেকে চাপে রেখেছেন এমবাপে-বেলিংহামরা। একের পর এক আক্রমণে গেটাফে রক্ষণভাগ হিমশিম খেয়েছে। ২৭ মিনিটে বক্সের ভেতর রুডিগারকে ফাউল করা হয়ে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে গোল করে দলকে লিড এনে দেন জুড বেলিংহাম। ৩৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কিলিয়ান এমবাপে। বেলিংহামের দারুণ এক অ্যাসিস্টে বল পেয়ে গোলখরা কাটিয়ে বল জালে জড়ান এমবাপে। দুই গোলের লিড নিয়েই বিরতিতে যায় রিয়াল।

৫০ মিনিটের মাথায় আবার পেনাল্টি পেয়েছিল রিয়াল। তবে সেটা ভিএআরের সাহায্যে বাতিল করা হয়। ৫৬ মিনিটে ব্যবধান কমাতে পারত গেটাফে। উচের শট পোস্টে লেগে ফিরে এলে গোল পায়নি গেটাফে। ৭৪ মিনিটে দ্বিতীয় গোলের সুবর্ণ সুযোগ নস্ট করেছেন এমবাপে।

৮৩ মিনিটে আবার গোলবঞ্চিত হয়েছে গেটাফে। প্যাট্রিকের শট পোস্টে লেগে ফিরে এলে আর ম্যাচে ফেরা হয়নি তাদের। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।

এই জয়ে ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রইল রিয়াল। ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সা। পরের ম্যাচে রিয়াল জিতলেই বার্সাকে টপকে এই মৌসুমে প্রথমবারের মতো শীর্ষে উঠে আসবে রিয়াল।

বিজ্ঞাপন

বিস্তারিত আসছে…

সারাবাংলা/এফএম

গেটাফে বার্সেলোনা রিয়াল মাদ্রিদ লা লিগা

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর