Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লিভারপুলের কারে হেরে টানা ৭ ম্যাচে জয়হীন সিটি

স্পোর্টস ডেস্ক
১ ডিসেম্বর ২০২৪ ২৩:৫৪ | আপডেট: ২ ডিসেম্বর ২০২৪ ১০:০২

লিভারপুলের দুর্দান্ত জয়

সব টুর্নামেন্ট মিলিয়ে টানা ৫ ম্যাচে হারের পর ষষ্ঠ ম্যাচে ড্র; ম্যানচেস্টার সিটির দুঃসময় যেন কাটছিলই না। ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে আজকের ম্যাচটা হয়তো এই মৌসুমে সিটিজেনদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। অ্যানফিল্ডে সেই ম্যাচেও ব্যর্থ পেপ গার্দিওলার দল। গ্যাপকো, সালাহর গোলে সিটিকে ২-০ গোলে হারিয়ে লিগের শীর্ষস্থান আরও দৃঢ় করেছে লিভারপুল। আর এই হারে টানা ৭ ম্যাচ জয়হীন থেকে রীতিমত দিশেহারা সিটি।

বিজ্ঞাপন

নিজেদের মাঠে শুরুতে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল লিভারপুলের সামনে। ১১ মিনিটের ভ্যান ডাইকের হেড পোস্টে লেগে ফিরে আসে। তবে ১২ মিনিটে দুর্দান্ত এক আক্রমণে লিড নেয় লিভারপুলই। মোহাম্মদ সালাহর দারুণ এক পাসে বল পেয়ে দুর্দান্ত এক শটে বলে জালে জড়ান কোডি গ্যাপকো। ১৯ মিনিটে লিড দ্বিগুণের সুবর্ণ সুযোগ নস্ট করেন ম্যাক অ্যালিস্টার। প্রথমার্ধে আর গোল না হওয়ায় এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় লিভারপুল।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধেও দাপট বজায় রেখেছে অল রেডরা। ৫১ ও ৫৬ মিনিটে দারুণ দুটি আক্রমণ সাজিয়েও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি লিভারপুল। ৭৭ মিনিটে পেনাল্টি পায় লিভারপুল। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি সালাহ।

৮৩ মিনিটে ম্যাচে ফিরতে পারত সিটি। তবে ভ্যান ডাইকের ভুলে বল পাওয়া ডি ব্রুইনার শট বাঁচিয়ে দেন লিভারপুল কিপার। শেষ পর্যন্ত আর সমতা ফেরাতে পারেনি সিটি। ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল।

এই জয়ে ১৩ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল লিভারপুল। টানা হারে ১৩ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ৫ম স্থানে নেমে গেল সিটিজেনরা। নিজের কোচিং ক্যারিয়ারে এই প্রথম টানা ৭ ম্যাচে জয়হীন থাকলেন পেপ গার্দিওলা।

সারাবাংলা/এফএম

ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যানচেস্টার সিটি লিভারপুল

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর