Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পোস্তগোলা ও বাড্ডা থেকে ২ জনের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২৪ ২২:৪৫ | আপডেট: ২ ডিসেম্বর ২০২৪ ১৩:২০

প্রতীকী ছবি।

ঢাকা: রাজধানীর পোস্তগোলার একটি মাদরাসা থেকে রবি উল্লাহ রবি (৪৫) নামে এক ব্যক্তি ও বাড্ডা থেকে আল আমিন (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১ ডিসেম্বর) দুপুরের দিকে পোস্তগোলা থেকে আর সকালে বাড্ডা থেকে লাশ দু’টি উদ্ধার করা হয়। লাশগুলোর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

কদমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, পোস্তগোলা হাজী মোসলেহ উদ্দিন আরবি মাদরাসার একটি রুমে থাকতেন রবি উল্লাহ। খবর পেয়ে ওই রুম থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

তিনি জানান, ওই মাদরাসার মালিক রবি উল্লাহর আত্মীয়। এই সুবাদে সেখানে থাকতে দিয়েছিলেন তাকে। সেখানেই তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তার বাবার নাম আহসানুল্লাহ। রবির সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

এদিকে, বাড্ডার দক্ষিণ আনন্দনগর বাইতুল ফালাহ মসজিদের সামনে ইউনুসের বাড়িতে ভাড়া থাকতেন আলআমিন (২৮)। তার নিজের বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার পাজিলা গ্রামে। বাবার নাম মৃত উজির উদ্দিন। তিনি পেশায় রিকশা চালক।

সুরতহাল প্রতিবেদনে বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) সোহাগ হোসেন উল্লেখ করেন, টিনশেড বাসার রুমে আড়ার সঙ্গে ওড়না অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্বজনরা জানান, আল আমিন এক মেয়ের বাবা। তার স্ত্রী নুপুর আক্তার গার্মেন্টস কর্মী। ভোরে স্ত্রী রান্না করতে গেলে রুমের দরজা বন্ধ করে গলায় ফাঁস দেয় আল আমিন। পারিবারিক কলহের জেরে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে দাবি তাদের।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

পোস্তগোলা বাড্ডা লাশ উদ্ধার

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর