Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সবার অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন চান চুন্নু

স্পেশাল করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২৪ ১৮:৫৬ | আপডেট: ১ ডিসেম্বর ২০২৪ ১৯:৫৮

মতবিনিময় সভা। ছবি: সারাবাংলা।

ঢাকা: জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে নির্বাচনের বিকল্প নেই। দেশের মানুষ একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়। আমরা আশা করছি অন্তর্বর্তী সরকার দ্রুততম সময়ে প্রয়োজনীয় সংস্কার শেষে সবার অংশগ্রহণ নিশ্চিত করে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিতে সমর্থ্য হবে।’

রোববার (১ ডিসেম্বর) জাতীয় পার্টির বনানীর কার্যালয়ে পার্টির অতিরিক্ত মহাসচিব, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, জাতীয় পার্টি আগামী নির্বাচনে প্রত্যাশিত ফলাফল অর্জনে সমর্থ হবে। তিনি দলকে আরও শক্তিশালী করতে নেতা-কর্মীদের প্রতি বিভিন্ন নির্দেশনা দিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, লিয়াকত হোসেন খোকা, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, মোহাম্মদ আতিকুর রহমান আতিক, মনিরুল ইসলাম মিলন এবং অঙ্গ সংগঠনের মধ্যে জাতীয় যুব সংহতির সভাপতি এইচ এম শাহরিয়ার আসিফ, সাধারণ সম্পাদক আহাদ ইউ চৌধুরী শাহীন, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক আলমগীর সিকদার লোটন ও সদস্য সচিব মো. হেলাল উদ্দিন প্রমুখ।

সারাবাংলা/এএইচএইস/এসআর

জাতীয় পার্টি মুজিবুল হক চুন্নু

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর