Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হত্যা মামলায় সাবেক এমপি সাফিয়া খাতুন গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২৪ ১৭:১৬ | আপডেট: ১ ডিসেম্বর ২০২৪ ১৯:৪০

ঢাকা: পল্লবীতে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে আকরাম খান রাব্বি হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য মোসা. সাফিয়া খাতুনকে (৭০) গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ।

রোববার (১ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান (মিডিয়া) এতথ্য নিশ্চিত করেছেন। এরআগে শনিবার (৩০ নভেম্বর) রাতে পল্লবীর বালুঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সাফিয়া খাতুন সংরক্ষিত মহিলা আসনের (কক্সবাজারের চকরিয়া–পেকুয়া উপজেলা) সাবেক এমপি ও মহিলা আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সভানেত্রী।

পল্লবী থানা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই বিকেলে পল্লবী থানার মিরপুর-১০ আবুল তালেব স্কুলের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর এলোপাথাড়ি গুলিবর্ষণ করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রাস্তা পারাপারের সময় আকরাম খান রাব্বী তাদের গুলিতে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজনের সহায়তায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভিকটিম আকরামের বাবা ফারুক খানের অভিযোগের প্রেক্ষিতে ২৫ আগস্ট ২০২৪ পল্লবী থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়। এ মামলায় গ্রেফতারকৃত সাফিয়া খাতুনের জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।

থানা সূত্র আরও জানায়, তদন্তাধীন এ মামলায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় মোসা. সাফিয়া খাতুনকে গ্রেফতার করা হয়। তাকে আদালত পাঠানো হয়েছে।

সারাবাংলা/ইউজে/এসআর

আকরাম খান রাব্বি হত্যা এমপি সাফিয়া খাতুন গ্রেফতার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হত্যা মামলা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর