Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রেনে কাটা পড়ে আরএনবি সদস্যের হাত বিচ্ছিন্ন


১ ডিসেম্বর ২০২৪ ১৬:৪৩ | আপডেট: ১ ডিসেম্বর ২০২৪ ১৯:৪১

দুর্ঘটনার শিকার আরএনবি সদস্য আবু জাফর মুন্না (২৬)

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) এক সদস্যের ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে।

রোববার (১ ডিসেম্বর) সকাল ৮টার দিকে নগরীর কদমতলী রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার শিকার ওই আরএনবি সদস্যের নাম আবু জাফর মুন্না (২৬)। তিনি চট্টগ্রাম রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অস্ত্র শাখায় সিপাহী পদে কর্মরত আছেন।

চট্টগ্রাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘মুন্না সকালে কদমতলী রেলক্রসিং এলাকায় ডিউটি করছিল। সকাল ৮টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেন চট্টগ্রাম স্টেশনে ঢুকছিল। এ সময় মুন্না পা পিছলে ট্রেনের ইঞ্জিনের নিচে পড়ে গেলে তার ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

ট্রেন দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর