Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এসআলমের বিরুদ্ধে ২ হাজার কোটি টাকার ঋণখেলাপি মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২৪ ১৫:৩৮ | আপডেট: ১ ডিসেম্বর ২০২৪ ১৭:২৯

চট্টগ্রাম : দেশের অন্যতম ব্যবসায়ী প্রতিষ্ঠান এসআলম গ্রুপের বিরুদ্ধে ২ হাজার কোটি টাকার ঋণখেলাপি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১ ডিসেম্বর) চট্টগ্রাম অর্থঋণের বিচারক মুজাহিদুর রহমানের আদালতে মামলাটি দায়ের করেছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক।

আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এসআলম গ্রুপের বিরুদ্ধে অর্থঋণ আদালতে ২ হাজার কোটি টাকার ঋণখেলাপির মামলা দায়ের করেছে জনতা ব্যাংক। মামলার আবেদন আদালত গ্রহণ করেছে। তবে এখনও আদেশ হয়নি।

জানা যায়, জনতা ব্যাংকের চট্টগ্রামের সাধারণ বিমা ভবন করপোরেট শাখা থেকে এসআলম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেডিং করপোরেশন লিমিটেডের নেয়া ১ হাজার ৮৫০ কোটি টাকা ঋণ খেলাপি হয়ে পড়েছে।
এমতাবস্থায় অনাদায়ী এ অর্থ আদায়ের জন্য এস আলম গ্রুপের ১ হাজার ৮৬০ শতাংশ জমি গত ২০ নভেম্বর নিলামে তোলে জনতা ব্যাংক। ব্যাংকের সংশ্লিষ্ট শাখা পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে নিলাম ডাকে।

জানা যায়, ২০০৪ সাল থেকে এসআলম গ্রুপ জনতা ব্যাংকের গ্রাহক। ব্যাংকটির চট্টগ্রামের সাধারণ বিমা ভবন করপোরেট শাখার দেওয়া ঋণের ৮০ শতাংশের বেশি নিয়েছে গ্রুপটি। এই শাখায় এসআলম গ্রুপের ঋণের পরিমাণ ১০ হাজার ১০০ কোটি টাকা, যার পুরোটাই খেলাপি। ঋণের বিপরীতে ব্যাংকটিতে বন্ধক রয়েছে ২ হাজার ৭৪৯ কোটি টাকার জমি ও স্থাপনা।

সারাবাংলা/আইসি/আরএস

এস আলম গ্রুপ খেলাপি ঋণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর