Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মুক্তিযুদ্ধের ইতিহাস কেউ মুছে দিতে পারবে না’

স্পেশাল করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২৪ ১৩:৩৮ | আপডেট: ১ ডিসেম্বর ২০২৪ ১৫:৩৬

সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনে পুষ্পমাল্য অর্পনকালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতারা

ঢাকা: মুক্তিযুদ্ধের ইতিহাস কেউ মুছে দিতে পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতারা।

রোববার (১ ডিসেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনে পুষ্পমাল্য অর্পনকালে এসব মন্তব্য করেন তারা।

ওয়ার্কার্স পার্টির নেতারা বলেন, ‘মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাঙ্গালী জাতীর মহান অর্জন স্বাধীন বাংলাদেশের। আজ ৫৩ তম বিজয় মাসের (১ ডিসেম্বর) সূচনা লগ্নে জাতির বীর শহিদ মুক্তিযোদ্ধা, ৩০ লাখ বাঙ্গালীর শহিদি রক্তের প্রতি শ্রদ্ধা জানাই।’

নেতারা বলেন, ‘বাঙ্গালী জাতির স্বাধীনতা, মুক্তিযোদ্ধাদের বীরত্ব গাঁথা অবদান দেশি বিদেশি কোনো ষড়যন্ত্রই কেড়ে নিতে পারবে না। ইতিহাস ঐতিহ্যকে কেউ মুছে দিতে পারবে না। দলমত নির্বিশেষে অসাম্প্রদায়িক ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ শত বাঁধার মুখে মাথা তুলে দাঁড়িয়ে থাকবে প্রজন্ম থেকে প্রজন্মে।’

কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মাহমুদুল হাসান মানিকের নেতৃত্বে মুক্তিযোদ্ধা দিবসে শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনে পুষ্পমাল্য অর্পন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড আবুল হোসাইন, কেন্দ্রীয় নেতা কমরেড জাকির হোসেন রাজু, কমরেড মোস্তফা আলমগীর রতন, কমরেড সাদাকাত হোসেন খান বাবুল, কমরেড মুর্শিদা আখতার নাহার, কমরেড বেনজীর আহমেদ, কমরেড মোতাসিম বিল্লাহ সানী, ঢাকা মহানগর নেতা কমরেড জাহাঙ্গীর আলম ফজলু, কমরেড আনোয়ারুল ইসলাম টিপু, কমরেড জাকির হোসেন প্রমুখ।

সারাবাংলা/এএইচএইচ/এসডব্লিউ

বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি মুক্তিযুদ্ধ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর