Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পথহারা’ বার্সাকে যে জরুরি বার্তা দিলেন ফ্লিক

স্পোর্টস ডেস্ক
১ ডিসেম্বর ২০২৪ ১৩:১৫

হ্যান্সি ফ্লিক

এই মৌসুমের শুরু থেকেই লা লিগায় রীতিমত অপ্রতিরোধ্য ছিলেন তারা। উড়তে থাকা অপরাজিত বার্সেলোনা শীর্ষস্থানে থেকে অন্যদের চেয়ে পয়েন্টের ব্যবধানটাও বাড়িয়েছিল অনেক। তবে শেষ তিন ম্যাচেই পালটে গেছে পুরো দৃশ্যপট। টানা দুই ম্যাচে পয়েন্ট হারানোর পর গত রাতে নিজেদের মাঠে লাস পালমাসের বিপক্ষেও ২-১ গোলে হেরেছে বার্সা। ম্যাচ শেষে বার্সা কোচ হ্যান্সি ফ্লিক বলছেন, দলের আক্রমণভাগ ও রক্ষণভাগের সমন্বয় নেই বলেই এমন বিপাকে পড়েছেন তারা।

বিজ্ঞাপন

৩ নভেম্বর থেকে লা লিগায় ম্যাচ জিততে পারেনি বার্সা। রিয়াল সোসিয়েদাদের কাছে হারের পর সেল্টা ভিগোর সাথে দুই গোলে এগিয়ে গিয়েও ড্র করেছিল কাতালানরা। অলিম্পিক স্টেডিয়ামে লাস পালমাসও বার্সাকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে। এই হারের পর শীর্ষে থাকলেও রিয়াল মাদ্রিদ নিজেদের পরের দুই ম্যাচ জিতলেই বার্সাকে টপকে এবারের মৌসুমে প্রথমবারের মতো শীর্ষস্থান দখল করবে।

দুর্দান্ত ফর্মে থাকা বার্সার হঠাৎ এই পতন কেনো? ফ্লিক বলছেন, ‘আমরা গোল করতে না পারলে দল ভুগছে। এটা পরিবর্তন করতে হবে। আমরা যদি গোল নাও করি তাও আমাদের ক্লিন শিট রাখতে হবে। রক্ষণভাগ আরও ভালোভাবে সামলাতে হবে। সেটা শুধু ডিফেন্ডারদের কাজ নয়। দলের সবাইকেই এখানে এগিয়ে আসতে হবে। তাহলেই আমরা ভালো কিছু করতে পারন।’

দলের ফুটবলারদের উপর এখনই ভরসা হারাচ্ছেন না ফ্লিক, ‘আমি আমার দলের সবার উপরে ভরসা রাখি। আমাদের দলটা দারুণ। ম্যাচে এরকম মাঝে মধ্যে হয়। যদিও কোনো অজুহাত দিতে চাই না। দল হিসেবেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই।’

সারাবাংলা/এফএম

বার্সেলোনা লা লিগা হ্যান্সি ফ্লিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর